একটি চাঁদনি রাতের এর দৃশ্য অঙ্কন || ডিজিটাল ল্যান্ডস্ক্যাপ আর্ট #15

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।


moonscape.png

আমার তৈরি আর্ট।

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি ২০০০*১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
এবার নতুন একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার তৈরি করি তারপর সেটায় নীল ও হালকা নীল এর গ্র্যাডিয়েন্ট যুক্ত করি। তারপর সেটা রিভার্স করে দেই। এতে উপরে গাঢ় নীল আর নিচে হালকা নিল এর মতন থাকবে।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার নতুন একটি লেয়ার তৈরি করে মারকিউ টুল দিয়ে একটা র‍্যাক্টেংগেল আঁকি। তারপর ট্রান্সফর্ম এর ওয়ার্প অপশন ব্যবহার করে আমার গ্রাউন্ড এর সাইজ মতন বানিয়ে ফেলি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার আমি গ্রাউন্ড এর লেয়ার এ লিগাসি ব্রাশ টুল ব্যবহার করে ঘাস এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার নতুন আরো একটি লেয়ার তৈরি করে সেটার উপর কাস্টম ব্রাশ টুল কয়েক রকম এর গাছ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার আমি নতুন আরো একটি লেয়ার তৈরি করে সেখানে মারকিউ টুল ব্যবহার করে চাঁদ এঁকে ফেলি। চাঁদ এর লেয়ার গাছ ও গ্রাউন্ড লেয়ার এর নিচে রাখি। এতে সুন্দর দেখাবে।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার আমি চাঁদ এর লেয়ার টি কপি করি। তারপর সেই কপি করা লেয়ার এ গোজিয়ান ব্লার ইফেক্ট যুক্ত করি। এটি চাঁদের গ্লো হিসেবে দেখাবে। সাইজ মত বাড়িয়ে কমিয়ে দেখতে হবে কোনটায় সুন্দর লাগে।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার চাঁদের গ্লো আরো বৃদ্ধি করার জন্য অরিনিক প্লাগিন ব্যবহার করি। এতে চাঁদ এর উজ্জ্বলতা অনেক বেড়ে যায়।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার আকাশে হার্ড ব্রাশ টুল ব্যবহার করে অনেক অনেক তাঁরা এঁকে দেই।


অঙ্কনের ধাপ-১০

10.png
সর্বশেষ এ আমার নাম যুক্ত করে ড্রইং এর কাজ শেষ করি।

images (17).jpeg

final art.png

moonscape.png

আমার তৈরি চাঁদনি রাতের ল্যান্ডস্ক্যাপ।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

ডিজিটাল আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হল আমি সেগুলো আর্ট করতে পারিনা। কিন্তু আপনি বরাবরের মতোই আজকে অনেক সুন্দর একটা ডিজিটাল আট করেছেন। আপনার তৈরি চাঁদনী রাতের ডিজিটাল আর্ট টি দেখতে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর 😍
ইস্ আমি যদি একবার এই রাতে মধ্যে ঘুরে আসতে পারতাম 😍
ভাই যদি একটু অনুমতি দেন ঘুরে আসি চাঁদনী রাতে ❣️
ভীষণ ভালো ✨✨

 2 years ago 

চলেন ভাই। আমিও যাবো।

 2 years ago 

একটি চাঁদনি রাতের এর দৃশ্য অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভাইয়া আপনার ডিজিটাল আর্ট গুলো আমার ভিশন ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া৷ আপনার মুল্যবান মতামত এর জন্য

 2 years ago 
ডিজিটাল ল্যান্ডস্ক্যাপ আর্ট অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। দেখতে অনেক সুন্দর লাগতাছে এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া৷

 2 years ago 

এটা আসলে বিশ্বাস করার মত নয়। দেখে মনে হচ্ছে এটা যেন কোন ফটোগ্রাফি। তবে যখন ডিজিটাল আর্ট এর টাইটেল দেখলাম এবং প্রতিটি পর্যায়ে ঘুরে ঘুরে দেখতে ছিলাম তখন আসলে প্রকৃত বিষয়টা বোঝা গেল।

অনেক চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত এর জন্য।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া ল্যান্ডস্কেপ টি। চাঁদনি রাতের দৃশ্য টি দেখতে খুব চমৎকার লাগছে। এমন একটি পরিবেশের সময় কাটাতে পারলে কতই না ভালো লাগতো। এত সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া । অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনার ডিজিটাল আর্ট গুলো আসলে দেখার মত। আপনার প্রতিটি আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি চাঁদনী রাতের ডিজিটাল আর্ট করেছেন। এটা দেখতে আসলেই আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আর আপনি খুবই সুন্দর করে একটা করেছেন। অনেক অনেক শুভকামনা রইল যেন আগামী দিনে আরও সুন্দর কিছু আর্ট আমাদেরকে উপহার দিতে পারেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য৷

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। একদিকে আপনার ইনকামের পথ খুলে যাচ্ছে অন্যদিকে ডিজিটাল আর্ট এর মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আর্ট গুলো করে থাকেন এবং সুন্দরভাবে বর্ণনা করেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত এর জন্য।

 2 years ago 

আপনার ডিজিটাল অংকনটি অসাধারণ হয়েছে ।দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে চাঁদ এবং তারার দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং গাছের দৃশ্য চমৎকার ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মতামত এর জন্য ধন্যবাদ৷

 2 years ago 

ডিজিটাল আর্ট গুলো দেখতে খুব চমৎকার হয় বিশেষ করে এই আর্ট গুলোর কালার কম্বিনেশন এর কারণে এত ভালো লাগে। আপনি অ্যাডোব ফটোশপ ব্যবহার করে খুব সুন্দর করে চাঁদনী রাতের চিত্রাংকন করেছেন। রাতের আকাশে গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের আলো আকাশে জ্বলজ্বল করে জলছে তরকারাশি। চাঁদনী রাতের এরকম দৃশ্য দেখে মনটা ভরে গেলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি চাঁদনী রাতের চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67974.72
ETH 3841.39
USDT 1.00
SBD 3.74