রাত্রিকালীন একটি দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #99

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দেখতে দেখতে আমার অনেক গুলো ডিজিটাল আর্ট হয়ে গেছে ইতিমধ্যে। এখন আজকে আমি ৯৯ তম ড্রইং করলাম। আর মাত্র একটি ড্রইং করতে পারলেই এই কমিউনিটিতে আমার ১০০ তম আর্ট হবে। এই সব কিছুর কৃতিত্ব আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে দিতে চাই। কারন আমি এর মাধ্যমেই আর্ট করতে শিখেছি। তো আজ যে দৃশ্যটি আর্ট করবো সেটি রাত্রিকালীন একটি দৃশ্য। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিলাম।


99 Night scape.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলে নেই আমি। লেসো টুল দিয়ে মাটির অংশ বানিয়ে ফেলি। রাতের দৃশ্য যেহেতু তাই একটু নীল করে বানাই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার নতুন একটি লেয়ার খুলে পিছনে পাহাড় একে দেই। সেগুলো একটু উজ্জ্বল নীল রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। রাতের থিম এর উপর নির্ভর করে রঙ বাছাই করি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার একটি পাইন গাছের কাস্টম ব্রাশ তৈরি করে সেটি দিয়ে পাইন গাছ একে দেই প্রথম লেয়ার এ।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার এলিপ্টিকাল মারকিউটুল ব্যবহার করে একটি চাঁদ একে দেই। ।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার আমি চাঁদের গ্লো তৈরি করি। তারপর পাহাড় গুলো তে একটু ইফেক্ট তৈরিকরি যেনো বুঝা যায় যে পাহাড় গুলো তে চাঁদের আলতে কিছু অংশ উজ্জ্বল হয়ে আছে।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার নতুন একটি লেয়ার এ আকাশে কিছু তারা যুক্ত করে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার আমি কালার কারেকশন করি একটু আমার ড্রইং এর।


অঙ্কনের ধাপ-১০

image.png
শেষে আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।

images (17).jpeg

final art.png

99 Night scape.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

বরাবরের মতো আজকের ডিজিটাল আর্টটি ও অনেক সুন্দর হয়েছে ভাইয়া। খুবই ভালো লাগে আপনার ডিজিটাল রাত্রিকালীন আর্ট টি। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া রাত্রীকালিন দৃশ্যের কালার গুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য। অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এইতো আপু একটু চেস্টা করলাম সব কিছু সুন্দর ভাবে করতে এই আরকি।

 2 years ago 

thank you for encouraging me by voting

 2 years ago 

রাত্রিকালীন একটি দৃশ্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া। আপনার এই ডিজিটাল আর্ট দেখে ভালো লাগলো। অনেকদিন হয়ে গেল আর্ট করার সময় পাইনা। যেদিন আমি আর্ট করব সেদিন অবশ্যই আপনার এই ডিজিটাল আর্ট তৈরি করার চেষ্টা করব। রং তুলির মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করব ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকদিন পর আপনার আর্ট দেখবো ভাই। অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

রাত্রিকালীন দৃশ্য ডিজিটাল অংকন সুন্দর দেখাচ্ছে।
আপনি অনেক দক্ষতার সাথে খুব সুন্দরভাবে ডিজিটাল অংকন করেন যা দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আর ডিজিটাল অঙ্কনের কালার কম্বিনেশন টাও আপনার অনেক সুন্দর হয়।ধন্যবাদ ভাই এত সুন্দর ডিজিটাল অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জ্বি আপু। রাতের কালার কম্বিনেশন এর কারনে একটু ভালো হয়েছে মনে হয়।

 2 years ago 

দেখতে দেখতে ৯৯ তম ডিজিটাল আর্ট কমপ্লিট করে ফেলেছেন ভাইয়া । আরেকটি হলেই একশতম ডিজিটাল আর্ট পূরণ হয়ে যাবেৎ। যাই হোক আপনার জন্য অনেক শুভকামনা রইল । আর আজকের সন্ধ্যাকালীন ডিজিটাল আর্ট চমৎকার হয়েছে । আপনি বরাবরের মতো চমৎকারভাবে ডিজিটাল আর্ট করে থাকেন । আমার কাছে খুবই ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

হুম ভাই৷ শিগ্রই ১০০ তম আর্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

 2 years ago 

রাত্রিকালীন ডিজিটাল আর্ট টা অসম্ভব সুন্দর হয়েছে। মনে হচ্ছে না এটা একটা আর্ট। মনে হচ্ছে সত্যি সত্যি চাঁদ 🌙 দেখছি। আর্ট করার ধাপসমূহ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

চাঁদ টা সত্যি কারের মতন করার ই চেস্টা করেছিলাম ভাই। আর হয়েছেও তাই।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকের টিও অসাধারণ হয়েছে। আকাশের চাঁদ তারা এবং নিচে পাহাড় গুলো সব মিলিয়ে দারুন লাগছে দেখতে। খুব সুন্দর এবং নিখুঁতভাবে আপনি ডিজিটাল আর্ট টি করেছেন। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

একটা ছবি থেকে ধারনা নিয়ে এই ছবিটি একে ছিলাম। আমার কাছেও ভালো লেগেছিলো।

 2 years ago 

অনেক অনেক অনেক সুন্দর হয়েছে ভাইয়া।সেঞ্চুরির অগ্রীম শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য ও শুভেচ্ছা।

 2 years ago 

আর মাত্র একটি ড্রইং করতে পারলেই এই কমিউনিটিতে আমার ১০০ তম আর্ট হবে।

দেখতে দেখতে আপনি আমাদের মাঝে ৯৯ টা ডিজিটাল আর্ট শেয়ার করে ফেললেন ভাইয়া।

খুবই চমৎকারভাবে রাতে কালী দৃশ্য একটি ডিজিটাল আর্ট আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছেন। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি চিত্র অঙ্কন করতে হয় ।

 2 years ago 

হুম ভাই। আপনাদের দোয়া তেই সব সম্ভব হয়েছে।

 2 years ago 

আমি অনেকদিন পর আপনার ডিজিটাল চিত্রগুলো দেখলাম আজকে। খুব সুন্দর লেগেছে ভাই। রাত্রিকালীন চাঁদের দৃশ্যটি দেখতে বেশ ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ডিজিটাল চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া রাত্রিকালীন ভাবেই করতে চেষ্টা করেছি জানিনা কতটা সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60924.19
ETH 3382.45
USDT 1.00
SBD 2.54