ফটোগ্রাফি পোস্ট ||আমার তোলা কিছু কবুতর ও ঘুঘুর ফটোগ্রাফি||🌺❤️

in আমার বাংলা ব্লগlast month

IMG_20240401_123427.jpg

আসসালামু আলাইকুম, ☺️ আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি।আজকে আপনাদের মাঝে আমি কবুতর ও ঘুঘুর ফটোগ্রাফি করবো।আশা করি আপনারা সকলেই দেখবেন। ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে এক কথায় ফটোগ্রাফি আমার নেশা হয়ে গেছে।সামনে যেটাই থাকুক না কেন? এখন সব সময় ফটোগ্রাফি করতে ইচ্ছা করে।আজকে আমি আপনাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা সকলেই দেখবেন। আমি প্রতিনিয়ত দারুণ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা নতুন কিছু উপভোগ করতে পারেন।আজকে আমি কিছু রেনডম করার চেষ্টা করেছি এবং ফটোগ্রাফি একপ্রকার শখ। আজকে আমি আপনাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি করবো।আজকে আমি কবুতরের পাশাপাশি বিভিন্ন পাখির ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে
🛤️পিকচার-১🛤️

IMG_5163.jpg

Location
Device :canon1100 d lens-75-300mm
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

আপনারা সকলেই দেখতে পারতেছেন, এটি হচ্ছে কবুতর।এই ছবিটি আমার ভীষণ ভালো লাগছিল। একটি কবুতর সামনের দিকে তাকিয়ে আছে আর একটা কবুতর উড়ন্ত অবস্থায় উড়ে যাচ্ছে। এই মুহূর্তটি আমি দেখামাত্রই ক্যামেরা বন্দি করে ফেলছিলাম।আমার দেখতে ভীষণ ভালো লাগছিল

🛤️পিকচার-২🛤️

IMG_5158.jpg

Location
Device :canon1100d
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

একটু হচ্ছে দেশী কবুতর।দেশি কবুতর গুলোর মধ্যে সাদা কালার গুলা আমার একটু বেশ ভালো লাগে।অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে আর দারুনভাবে ক্যাপচার করেছিলাম।দেখতেও ভীষণ ভালো লাগতেছে। চোখগুলো অত্যন্ত সুন্দর কবুতরের

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার-৩🛤️

IMG_5165.jpg

Location
Device :canon 1100d
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

আপনারা সকলে দেখতে পারতেছেন। এর আগেও আমি বেশ দারুন দারুন কবুতর এর ফটোগ্রাফি করেছি।দুইটা সিরাজি কবুতর ভালোবাসা বিনিময় করতেছে এবং আমি দেখে তো অনেক মুগ্ধ হয়ে গেলাম।কবুতরের মধ্যেই ভালোবাসার সব সময় দেখা যায়। একজনকে আরেকজনকে খাওয়ায় দেয় অপরূপ সৌন্দর্য। ভালোবাসা সুন্দর

🛤️পিকচার--৪🛤️

IMG_5177.jpg

Location
Device :Realme 8 5 G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এখানে কারেন্টের তারের উপর দুটি কবুতর বসে আছে। একটি সামনের দিকে তাকিয়ে আছে ও একটি পিছের দিকে তাকিয়ে আছে। সামনের কবুতরটি কালার কম্বিনেশনটি আমার ভীষণ ভালো লাগলো। আমি ছাদের উপর বসে ছিলাম। বাড়ির ছাদের উপর ক্লিক করেছিলাম।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৫🛤️

IMG_5164.jpg

Location
Device :canon 1100d
Photo Edit:Snapped
একটি কবুতর আরেকটি কবুতরের দিকে তাকিয়ে আছে। মানুষ যেমন মানুষের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। এই দৃষ্টিতে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর তার চোখের চাহনি।আমার এই দুটি কবুতর ভীষণ ভালো লাগতেছে। বাসায় অনেক কবুতর আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করি।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৬🛤️

IMG_5180.jpg

Location
Device :canon 1100d
Photo Edit:Snapped
এই ছবিটি আমার ভীষণ ভালো লাগছিল।দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল।ছাদের উপর হঠাৎ ঘুঘুটি আসছিল কিছু খাদ্য খেতে। আমি দেখা মাত্র ক্যামেরা বন্দি করে ফেললাম।ঘুঘু দেখা যায় না মাঝেমধ্যে দেখা যায় এবং এই ঘুঘুর ক্যাপচার করা অনেক কঠিন। এরা এক জায়গায় স্থির থাকে না। অনেক দূর থেকে ক্যামেরা বন্দি করতে হয়।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৭🛤️

IMG_5179.jpg

Location
Device :Canon1100d 75-300mm
Photo Edit:Snapped
আরেকটি খবর আসছিল ও কবুতর সামনের দিকে আসছিল। দুজন একসাথে একটা সুন্দর মুহূর্ত তৈরি করার চেষ্টা করছিল। এই মুহূর্তটি অনেক সুন্দর। দুটি অচেনা পাখি একসঙ্গে মিলিত হওয়ার ব্যাপারটা আসলেই ভালোবাসা সুন্দর

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার ফটোগ্রাফিকে পর্ব এবং আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। হাজারো ব্যস্ততার মাঝে ফটোগ্রাফি করা এখন খুব একটা হয় না আবারও শুরু করব। আমার তো ক্যামেরা আছে আমি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি।ইদানিং খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি।ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে, আমি সব সময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার জন্য। কবুতর শান্তির প্রতীক।পশুপাখির ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।আপনাদের ফটোগ্রাফিগুলি ভীষণ ভালো লাগবে।দোয়া করবেন আপনারা যেন আগের মত আবারো সুন্দরভাবে কাজ করতে পারি।

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বেশ কিছু ইউজার আছেন যাদের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে। তবে তাদের তালিকার মধ্যে আপনিও অন্যতম একজন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে ক্যাপচার করেন মুগ্ধ হয়ে যাই দেখলে। খুব সুন্দর করে কবুতর এবং ঘুঘু পাখির ফটোগ্রাফি গুলো আপনি করলেন। অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে।

 last month 

বাহ্ আপনি তো অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনার শেয়ার করা কবুতর ও ঘুঘুর ফটোগ্রাফি গুলো যত দেখতেছি ততই দেখতে ইচ্ছে করতেছে। আপনার সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

মনটা ভরে গেল ভাই আপনার মন্তব্যটি শুনে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে প্রতিটা ফটোগ্রাফি। বিশেষ করে পশুপাখির ফটোগ্রাফি করতে আমার বেশি ভালো লাগে।ধন্যবাদ।

 last month 

আপনার ফটোগ্রাফি বড় বাড়ি অনেক সুন্দর হয় নতুন করে আর কি বলব।
আজকের ফটোগ্রাফি গুলো একদম মন ছুয়ে গেল কবুতর এবং ঘুঘু পাখির দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।
সেই সাথে অনুভূতিগুলো শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।

 last month 

আপনি একজন আমার ফটোগ্রাফির ভক্ত। সব সময় বেশ সুন্দর মন্তব্য করেন । আমার ভীষণ ভালো লাগে।আমি সবসময় চেষ্টা করি দারুণভাবে সবকিছু তুলে ধরার জন্য। ধন্যবাদ।

 last month 

কবুতর বেশ সুন্দর একটা পাখি। যদিও এটা মানুষ বাড়িতে পালন করে থাকে। দেখে বেশ দারুণ লাগছে। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। কবুতর দেখা গেলেও ঘুঘু খুবই কম দেখা যায়। ঘুঘু টা দেখে বেশ সুন্দর লাগছে। দারুণ করেছেন ঘুঘুর ফটোগ্রাফি টা বেশ চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 last month 

মানুষ এটা বাড়িতে পালন করে থাকে অবশ্য। কবুতর গুলি দেখতেও ভীষণ ভালো লাগে। ক্যামেরার মাধ্যমে তোলায় তাই অনেক সুন্দর লাগতেছে। সবসময় সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে ।আপনি অসাধারণ একজন ফটোগ্রাফার। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর ভাবে ক্যাপচার করেছেন ।আর পায়রার ফটোগ্রাফি খুবই মুশকিল কারণ তারা স্থির ভাবে থাকতে চায় না ।সব সময় উড়াউড়ি করে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last month 

আমি বেশ সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি এবং পায়রার ফটোগ্রাফি গুলো অনেক কষ্টকর। এটা স্থির থাকে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

খুব সুন্দর সুন্দর কিছু কবুতরের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ঘুঘু আমাদের বাড়িতেও বেশ ভালোই দেখা যায় তবে পালিয়ে যায় কাছে যাওয়ার চেষ্টা করলেই।ঘুঘু কিন্তুু কবুতরের মতোই দেখতে।ছোট বেলায় ঘুঘুকে কবুতর মনে করতাম। ছাদে বসে বসে বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন কবুতরের।ধন্যবাদ আপনাকে সুন্দর কবুতরের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আমিও ছোটবেলায় ঘুঘুকে কবুতর মনে করতাম। এখন খুব কম দেখা যায়, এই ফটোগ্রাফি করা বেশ কষ্টকর। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আপনি সবসময়ই দারুন দারুন ফটোগ্রাফি নিয়ে হাজির হন আমাদের মাঝে। আজকে আপনি কবুতার আর ঘুঘুর ফটোগ্রাফি করেছেন দেখতে চমৎকার লাগছে ভাই। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 last month 

আপনার ভ্রমণ ফটোগ্রাফি ও আমার কাছে ভীষণ ভালো লাগে । আপনাকে দেখে অনুপ্রেরণা পেয়ে আমি সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি। ধন্যবাদ ভাই সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনি বরাবরই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেন। আর খুব দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেন। মুগ্ধ হলাম আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

সব সময় চেষ্টা করি দারুন দক্ষতার সাথে ফটোগ্রাফিগুলো করার জন্য। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

একটা সময় আমার অনেক কবুতর ছিল। অবশ্য সেই কবুতরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আপনার তোলা কবুতর এবং ঘুঘুর ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আর আমার সেই কবুতরগুলোর কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62916.93
ETH 3028.97
USDT 1.00
SBD 3.67