You are viewing a single comment's thread from:

RE: চাঁদ রাত্রি।

in আমার বাংলা ব্লগ4 years ago

সেদিন শুরু করলাম প্রথম রোজা আজকে 30 টা রোজা শেষ হয়ে গেল। আসলে ভালো দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। আপনি ঠিক বলেছেন অনেক মানুষ কষ্ট করে রোজা রেখেছে এর প্রতিদান সৃষ্টিকর্তায় দিবে আর আমাদের দুনিয়ায় উপহার পেয়ে যায় ঈদ। উৎসব পালন করি।লাস্টের দশটায় আসলেই অনেক আনন্দ বেশি থাকে সব মিলিয়ে উত্তেজনা কাজ করে। কবে ঈদ আসবে।আপনি পোস্ট এর মধ্যেও আমাদের সতর্ক করে দিলেন। ট্রাভেল সম্পর্কে কনটেস্ট আসতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমিও দেখি ফটোগ্রাফির জন্য প্রস্তুত হচ্ছি ইনশাল্লাহ। সামনে ভালো কিছু নিয়ে হাজির হব।