You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২১
জীবনে কখনো কবিতা লিখি নাই। আজকে প্রথম কিছু একটা লিখলাম। হয়তো মেলে নাই কিন্তু তারপর সাহস করে পোস্ট করলাম
।ক্ষমতার লোভে মানুষ
পশুর সমান হয়ে যাচ্ছে
পশুর যতটা মনুষত্ববোধ আছে
মানুষের তার এক পরিমানও নাই
মানুষ মানুষকে হত্যা করতেও
এক চুল পরিমাণ ভাবেনা লোভের কারণে
লোভ মানুষকে ধ্বংস করে দিচ্ছে অচিরেই
লোভে পাপ পাপে মৃত্যু।
আজ প্রথম কবিতা লিখছেন বলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।যেমনি হোক শুরুটা করতে পেরেছেন সাহস করে।এজন্য অসংখ্য ধন্যবাদ আগামীতে আরো ভালো পারবেন এই প্রত্যাশায় রাখছি।♥♥
আপনি ভীষণ অনুপ্রেরণা দিলেন আপু। সত্যিই আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনি অনেক ভাল মনের একটা মানুষ। সব সময় সাহস দিয়ে যান পাশে থেকে। অনেক অনেক ধন্যবাদ রইল
আমার ছোট্ট একটি উৎসব ছোট্ট একটু অনুপ্রেরণায় কেউ যদি ভালো কিছু করতে পারে তাহলে সেটা আমার পাওয়া না। আমার আশেপাশের অনেক মানুষই আমাকে ঠিক এভাবে বলে অনুপ্রেরণার আরেক নাম সেলিনা সাথী। যখন এই কথাটা শুনি তখন অন্যরকম একটা অনুভূতি অনুভূত হয় হৃদয়ে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। নিশ্চয়ই একদিন অনেক ভালো কবিতা লিখতে পারবেন এটা আবারও বিশ্বাস করি।♥♥
ভাইয়া আপনি প্রথমবারেই কিন্তু বেশ ভালো কবিতা লিখেছেন। আপনি চেষ্টা করলে আশা করছি অনেক ভালো কবিতা লিখতে পারবেন। অনেক ভালো লাগলো কবিতার লাইনগুলো।