বিদায় ২০২৪-
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ ৩১ ডিসেম্বর। বছরের শেষ দিন। রাত বারোটার পর নতুন একটি বছরের যাত্রা শুরু হতে যাচ্ছে। আজকের এই তিনটি প্রত্যেকটি মানুষের কাছে অন্যরকম একটি অনুভূতির দিন। প্রত্যেকেই সারা বছরের দিনগুলোর কথা একবার হলেও ভেবে দেখেন।
৩৬৫ দিনে মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়। এই যে আজকে আমি যেই আর্টিকেলটি লিখছি আপনাদের সাথে, সামনের বছরের এই দিনে আমি নাও থাকতে পারি। এ বছরে আমি আমার কয়েকজন আত্মীয় কে হারিয়েছি। এইতো মাত্র কয়েকদিন আগে আমার একটি বন্ধু রোড এক্সিডেন্টে মারা যায়। ও যদি আজ বেঁচে থাকতো হয়তোবা কোথাও ঘুরতে গেলে আমাদের সাথেই থাকতো।
বহু মানুষ হারিয়েছে তার বহু আপনজনকে। অনেক মানুষ পেয়েছে তার প্রিয়জনকে। হারানো এবং পাওয়ার মধ্য দিয়ে কেটেছে বছরটি। বাংলাদেশে ইতিহাসের এক বড় পরিবর্তন এসেছে এই ২০২৪ সালেই। ২৪ সালটা কেমন একটা ম্যাজিকাল ছিল। খুব সহজেই অনেক জটিল এবং কঠিন জিনিস গুলো ঘটে যাচ্ছিল। আকাশে পরিবর্তন এসেছে বাতাসে পরিবর্তন এসেছে। অনেক উদ্ভাবন এসেছে মানব সভ্যতার সামনে।
সব মিলিয়ে যে ভালো মুহূর্ত গুলো আমরা পার করে এসেছি সেগুলো আমাদের জীবনে আনন্দ আর উদ্দীপনা এনে দেয়। সুন্দর মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে কতটা সুন্দর হতে পারে। পরিবার, বন্ধু এবং আমাদের প্রত্যেকটি অর্জন সবকিছুই আমাদের পথ চলার শক্তি যোগায়।
আবার খারাপ মুহূর্তগুলো আমাদের শিক্ষা দেয়। প্রতিটি ব্যর্থতাই আমাদের কোন না কোন শিক্ষা দিয়ে যায়। ব্যর্থতা এবং কষ্ট নিজেকে আরো অনেক বেশি কঠিন করে তোলে। কঠিন পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নেয়ার একটা শিক্ষা পাওয়া যায় প্রত্যেকটি ব্যর্থ গল্প থেকে। কঠিন পরিস্থিতি গুলো আমাদের আরো পরিণত করে তোলে। এই পরিণত শিক্ষা থেকেই ভবিষ্যতকে উজ্জ্বল করার জন্য কাজ করে যেতে হয়।
অনেকের সাথে আমাদের মনোমালিন্য এবং ঝগড়াঝাঁটি হয়েছে এ বছরে। প্রত্যেকেই প্রত্যেকে আমরা ক্ষমা করে দিই এবং নতুন বছর সুন্দর ভাবে শুরু করার জন্য এগিয়ে যাই। কমিউনিটির ইউজাররা যদি আমার কোন কথায় বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিনশেষে আমরা আমরাই তো। যাইহোক নতুন বছর মানে নতুন সম্ভাবনার দোয়ার। সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে চলুন ভালো কাজে নিজেকে নিয়োজিত করি এবং মানুষের কল্যাণে সময় পাশে থাকার চেষ্টা করি। ইনশা আল্লাহ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে যায়। এক বছরে ৩৬৫ দিন আমাদের জীবন অনেক কিছু ঘটে থাকে ভালোমন্দ বিষয়। আসলে সবকিছু মনে রাখা যায় না কিছু কিছু বিষয় খুব স্মরণীয় হয়ে থাকে। তবে আমি বলব আমরা অতীত থেকে কিছু শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি। কারণ অতীতের ভুলগুলো শুধরে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে সাজাতে পারি। শুভকামনা রইল আপনার পরিবারের জন্য।
0.04 SBD,
0.00 STEEM,
0.15 SP
সময় কারো জন্য থেমে থাকে না। সময়ের গতিতে সময় চলতে থাকে সেরকমই ২০২৪ পেরিয়ে ২০২৫ এসে গেছে। আমাদের সকলের উচিত অতীতকে ভুলে গিয়ে নতুনকে স্বাগতম জানানো। চলুন সবাই মিলে একসাথে মিলেমিশে নতুন বছরকে বরণ করে নি।ভাইয়া আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরে সবার ভালো হোক সবার মনের ইচ্ছা পূরণ হোক এই কামনাই করি।
0.04 SBD,
0.00 STEEM,
0.15 SP
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।বিদায় বছরটি যেমন গিয়েছে সামনে যেনো আমরা সবাই সেই বছরের চেয়ে আরো বেশি ভালো কাটাতে পারি এটাই আশাকরি।সবাই সব ভুলগুলোকে শুধরে নিয়ে যেনো চলতে পারি এটাই চাওয়া।আপনার আর আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
0.04 SBD,
0.00 STEEM,
0.15 SP
নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাই। দেখতে দেখতে আরও একটি বছর অতিবাহিত হয়ে গেলো। আমার কাছে মনে হয় এই বছরটা খুব তাড়াতাড়ি চলে গেলো হা হা হা। যাইহোক আমাদের এই ছোট্ট জীবন থেকে আরও একটি বছর মাইনাস হয়ে গেলো। জীবনটা আসলেই খুব ছোট। তাই এই ছোট্ট জীবনে ভালো কাজ করতে হবে বেশি বেশি। তাহলে আমাদের মৃত্যুর পরেও মানুষজন আমাদেরকে স্মরণ করবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0.04 SBD,
0.00 STEEM,
0.14 SP
জি ভাইয়া পুরাতন বছরে আমাদের জীবনে অনেক ভুল ছিল। হয়তো সময়ের জন্য অনেক ওয়াদা রক্ষা করা হয়ে উঠেনি। আশা করবো পুরানো কে পিছে ফেলে নতুন বছরে নিজেকে নতুন রূপে গুছিয়ে আনতে পারবো। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
0.03 SBD,
0.00 STEEM,
0.13 SP
বাহ দারুণ লিখেছেন ভাই। ২০২৪ এ কঠিন কত কিছুর সমস্যা যেন হয়ে গেল। ২০২৪ এ করা ভুল থেকে শিক্ষা নিয়ে শুরু করতে হবে এই নতুন বছর। ভুল মানুষ করবে এটাই স্বাভাবিক। এই ভুল মনে না রেখে তাদের ক্ষমা করে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়াই শ্রেয়। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ভাই। আপনার জন্য শুভকামনা।