কেন টিকিট ক্রিয়েট করবেন? কিভাবে টিকিট ক্রিয়েট করবেন? সাপোর্ট টিকিট কিভাবে কাজ করে?

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20211014_174314037.jpg

হ্যালো বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ইউজার বৃন্দ।আমি মনেকরি, বিশ্বের সব কমিউনিটি থেকে ভিন্ন ধারার কমিউনিটি "আমার বাংলা ব্লগে" কাজ করে আপনারা সবাই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটি হল একটি ফাস্ট গ্রোইং কমিউনিটি। তবে এটি সাবস্ক্রাইবার এবং অ্যাক্টিভ ইউজার এর সংখ্যার দিক থেকে নয়। কোয়ালিটি ইউজার এবং এঙ্গেজমেন্ট এর দিক থেকে আমরাই সবার শীর্ষে। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। অর্থাৎ কমিউনিটির এই ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকে কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হয়। আর এজন্য সকল ইউজারকে একটি শৃংখলে আবদ্ধ করতে আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন @rme দাদা প্রতিনিয়তই কমিউনিটির বিভিন্ন গাইডলাইন এবং সাপোর্ট সিস্টেমকে আপগ্রেড করে যাচ্ছেন।

সাধারণভাবে যখন কোন ইউজারের কোনো সাহায্যের প্রয়োজন হয় বা কিছু জানার প্রয়োজন হয় তখন সেই ইউজার সরাসরি কমিউনিটির এডমিন অথবা মডারেটরদের পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়ে থাকেন। এ মেসেজ গুলোর মধ্যে ৮০ পার্সেন্ট ই থাকে অপ্রয়োজনীয় মেসেজ। এর ফলে কার মেসেজটি বেশি গুরুত্বপূর্ণ এটি বুঝতেই কষ্টকর হয়ে যায়। এই সমস্যাটির সমাধান হিসেবে আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন @rme দাদা একটি সমাধান বের করেছেন। আর সেটি হলো সাপোর্ট টিকেটের মাধ্যমে স্টিমেট এবং ডিসকর্ড বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান করা।

কোন সাধারণ ইউজার যখন এডমিন বা মডারেটরদের ডাইরেক্ট ইনবক্সে মেসেজ দেয় তখন সেই মেসেজের রিপ্লাই দিতে অনেক সময় বিলম্ব হয়। কারণ সবাই সব সময় অ্যাভেলেবল থাকে না। কিন্তু নতুন এই সিস্টেমে আপনি দিনে রাতে ২৪ ঘন্টার যেকোন সময়ে সাপোর্ট টিকিট কেটে রেসপন্স পেতে পারেন। আমাদের মধ্যে যে এডমিন/মডারেটর অ্যাভেলেবল থাকবে সেই আপনাকে সাহায্য করবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি কিভাবে কাজ করেঃ-
১. প্রথমেই আমার বাংলা ব্লগ কমিউনিটির অফিশিয়াল ডিস্কোর্ড সার্ভার ওপেন করুন।

২. এবার স্ক্রোল করে একদম সোজা নিচের দিকে নেমে যাবেন । একদম নিচে একটি সাপোর্ট নামের ক্যাটাগরি দেখতে পারবেন। সাপোর্ট ক্যাটাগরির নিচে #open-support-ticket নামে একটি চ্যানেল দেখতে পাবেন।

IMG_20211014_150520.jpg

৩. এরপর #open-support-ticket নামের চ্যানেলটির উপর ক্লিক করে ভেতরে প্রবেশ করুন। চ্যানেলের মধ্যে প্রবেশ করার পর টেক্সট বক্স এর মধ্যে প্রশ্নবোধক [?] চিহ্ন দিয়ে ইংরেজিতে new লিখুন। এরপর সেন্ড বাটনে ক্লিক করুন ।

Polish_20211014_151308679.jpg

৪. নিউ লিখে সেন্ড করার পর ফিরতি রিপ্লাইতে আপনার টিকিট ক্রিয়েট হয়েছে বলে কনফার্ম করা হবে । সাথে আপনাকে নতুন একটা টিকিট নাম্বার দিয়ে দিবে।

IMG_20211014_153247.jpg

৫. এরপর সাপোর্ট ক্যাটাগরির নিচে নতুন একটা চ্যানেল তৈরি হয়ে যাবে ।আপনার টিকিট নাম্বার আর নতুন চ্যানেলটির নাম একই থাকবে । নিচে লক্ষ করুন । আমি নতুন একটা টিকিট ক্রিয়েট করেছি । আমার টিকিট নাম্বার আর নতুন যে চ্যানেলটি তৈরি হয়েছে সে চ্যানেলের নাম একই।

IMG_20211014_154457.jpg

৬. এবার ওই নতুন চ্যানেলটি তে প্রবেশ করুন । এরপর আপনার যা যা প্রশ্ন আছে সবকিছু ওখানে পেশ করুন। সরাসরি প্রশ্নে চলে যাবেন। কোন ধরনের অপ্রয়োজনীয়' লেখা লিখবেন না।

IMG_20211014_151544.jpg

৭. আপনার প্রশ্ন করা শেষ হলে ,তার কিছু সময়ের মধ্যেই কমিউনিটির এডমিন অথবা মডারেটরবৃন্দ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। প্রশ্ন করার পর অনলাইনেই থাকবেন কারণ খুব দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে দিবে যে কোন একজন এডমিন বা মডারেটর।

৮. আপনার সমস্যার সমাধান হওয়ার পর আপনি চ্যানেল টি ক্লোজ করে দিতে পারবেন। এজন্য আপনাকে ক্লোজ বাটনে প্রেস করতে হবে।

IMG_20211014_155617.jpg

৯. ক্লোজ বাটনে ক্লিক করার পর নতুন তিনটি অপশন ওপেন হবে। ব্যাস... আপনার কাজ এখানেই শেষ। আপনি ক্লোজ বাটনে ক্লিক করেছেন অর্থাৎ আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন । এরপর নতুন যে তিনটি অপশন অপেন হলো এ তিনটা অপশন এর তিনটি কাজ ।

  • Transcript
  • Open
  • Delete

প্রথম অপশন হলো ট্রান্সক্রিপ্ট: আপনার সাপোর্টে থাকা এডমিন অথবা মডারেটর যদি চায় যে আপনার সাথে যে কনভারসেশন হয়েছে সেটির একটি কপি সংরক্ষণ করবে তাহলে ট্রান্সক্রিপ্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে।

দ্বিতীয় অপশন হলো ওপেন: টিকিট ক্রিয়েটকারী ব্যক্তি যদি পুনরায় কোন সাহায্য পেতে চায় তাহলে ওপেন অপশনে ক্লিক করে পুনরায় কনভারসেশন চালিয়ে যেতে পারবে ।

তৃতীয় অপশন হল ডিলিট: এডমিন অথবা মডারেটরবৃন্দ যদি চায় যে কনভারসেশন এখানেই সমাপ্ত বা এখন পর্যন্তই যথেষ্ট বা টিকিট ক্রিকেট কারীর সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে সে ক্ষেত্রে ডিলিট অপশন এ ক্লিক করে চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবে।

IMG_20211014_155924.jpg

নতুন চ্যানেলটি শুধুমাত্র যে টিকিট ক্রিয়েট করেছে সে ব্যাক্তি ,এডমিন/মডারেটর এবং @rme দাদা এক্সেস করতে পারবে । তাছাড়া অন্য কোন সাধারন ইউজার ওই চ্যানেল দেখতে বা পড়তে পারবে না । এটি সম্পূর্ণ নতুন একটি প্রাইভেট চ্যানেল তৈরি করে।

তো এটাই ছিল বিষয়। বাংলা ব্লগ কমিউনিটির অফিশিয়াল ডিস্কোর্ড সার্ভার ধীরে ধীরে প্রফেশনাল লুকে চলে এসেছে । ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ফিচার দেখতে পারব আমরা আশা করি। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন। খোদা হাফেজ।



20211011_222237.gif


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

ভাই আপনাদের কাজকর্মে সত্যি আমি অনেক মুগ্ধ। আপনারা প্রশংসার দাবি রাখেন সবসময়। অসম্ভব সুন্দর একটি সিস্টেম বের করেছেন একদম অফিশিয়ালি সত্যি এটি আমাদের সকলের জন্য অনেক উপকারী একটি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন ‌‌। অনেক বেশি শুভেচ্ছা আমার বাংলা ব্লগের জন্য এবং বাংলা ব্লগের প্রত্যেকটি ইউজারদের জন্য।

 3 years ago 

বাংলা ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওরে বাহ! নতুন একটি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। টিকেট কাটার মাধ্যমে এখন যে কেউ তার প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবে। এটা আমাদের জন্য উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। ব্যাপারটি ঘুছিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে থাকার জন্য।

 3 years ago 

জি। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। যারা বাংলায় ব্লগিং করেন তাদের জন্য খুবই উপকার হবে। আমারও অনেক বিষয় জানা ছিল না আপনার পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরার জন্য।

 3 years ago 

জানতে এবং বুঝতে পারার জন্য ধন্যবাদ । বাংলা ব্লগ কমিউনিটির সাথেই থাকুন।

 3 years ago 

এই পোস্টটি আমি সম্পূর্ণভাবে পরে খুব সহজে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে আমরা আমাদের সমস্যা গুলোর সমাধান এর মাধ্যমে খুব সহজেই পেয়ে যাব। আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে বিষয়টি বুঝতে পেরেছি এবং ভবিষ্যতে এই নিয়মেই আমার সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব।

অসংখ্য ধন্যবাদ দাদা কে এরকম একটি সুন্দর অসাধারণ সমস্যা সমাধানের পদ্ধতি আমাদের সামনে নিয়ে আসার জন্য।

 3 years ago 

সকল ইউজারদের প্রতি অনুরোধ থাকবে টিকিট এর সঠিক ব্যবহার যেন তাড়া করে।

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমারা আমাদের সমস্যা দ্রত সমাধান হবে। আপনার পোস্টের মাধ্যমে আপনি আমাদেরকে সব বুঝিয়েছেন।

 3 years ago 

এখন থেকে যেকোন সমস্যার জন্য এ পোষ্টে দেখানো সিস্টেম গুলো অনুসরণ করে সাহায্য চাইবেন।

 3 years ago 

টিকেটের বিষয়টি ভালো বুঝতে পারছিলাম না। আপনার পোস্টের মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে গেল সব। ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর করে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। টিকেট কেটে সাহায্য-সহযোগিতার আইডিয়াটি চমৎকার লেগেছে আমার কাছে। খুবই প্রোফেসনাল একটি ব্যাপার হয়েছে।

 3 years ago 

আপনি সঠিক বলেছেন। অনেকেই হয়তো বুঝতে পারবেনা। অ্যানাউন্সমেন্ট না দিয়ে সবাইকে বোঝানো সম্ভব না। এজন্য অ্যানাউন্সমেন্ট পোস্টটি করা হয়েছে।

 3 years ago 

ভাইয়া খুবই অসাধারণ একটি পদ্ধতি আপনারা বের করেছেন এতে আমি মনে করি ইউজারদের যেমন সমস্যার সমাধান করতে সুবিধা হবে ঠিক তেমনি মডারেটর এবং এডমিনদের কাজগুলো করতে সহজ হবে। আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগ কমিউনিটি একদিন স্টিমিট এর আইকন হবে সবাই আমার বাংলা ব্লগ থেকে শিখবে।

 3 years ago 

আমরাও সেই প্রত্যাশা আর সে অনুযায়ী চেষ্টা করে সামনের দিকে এগিয়ে চলেছি।

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের জন্য। এখন আমরা আমদের সমস্যার সহজ ও দ্রুত সমাধান পাবো ইনশাআল্লাহ।

 3 years ago 

দ্রুত সমাধান দেয়ার যথাসাধ্য চেষ্টা করব আমরা। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের যেকোন সমস্যার সমাধান আমরা খুব সহজেই পেয়ে যাবো।

 3 years ago 

যেকোন সময় যেকোন সমস্যা সমাধানের লক্ষ্যে টিকিট কাটুন আর সমাধান নিন।

 3 years ago 

জনসাধারণের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা দাদা করে দিয়েছে। যার বিস্তারিত বিশ্লেষণ সুমন ভাই অনেক সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। এবং পড়ে অতি সহজে বুঝতে পারলাম যে বিষয়টা কি এবং কিভাবে কি করতে হবে। এটা সত্য যে সবাই সব সময় ফ্রি থাকে না। এবং কি জনসাধারণ যে কোন সময় ডিস্টার্ব এর কারন হয়ে দাঁড়ায়। এত সুন্দর একটা সিস্টেম আমাদেরকে উপহার দেওয়ায় আমরা অনেক উপকৃত হব। দাদা এবং সুমন ভাই দুইজনের জন্যই ভালোবাসা অবিরাম

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ বিষয়টি বুঝতে পারার জন্য। বাংলা পুরো কমিউনিটির সাথেই থাকুন।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63671.94
ETH 3040.89
USDT 1.00
SBD 4.01