You are viewing a single comment's thread from:
RE: দীপাবলি ও কালীপুজোর রাতে আমাদের ছোটবেলার কিছু মজার স্মৃতি
আসলেই রুপকথার মতো ছিলো। সে সময়ের দিনগুলো ছিলো নির্ভেজাল আনন্দের। স্বপ্নের মতো ছিলো প্রত্যেকটা দিন।
বিংশ শতাব্দির নব্বইয়ের দশক ছিলো সবচেয়ে প্রাণবন্তর মধুর শৈশবের। একবিংশ শতাব্দির নব্বইয়ের দশক যে কেমন হবে!!!
সেই শৈশবের প্রতিটি মধুর মুহূর্তগুলো শুধুই স্মৃতির পাতায় থেকে যাবে, যতদিন আমরা বেঁচে আছি। তারপর....
সব স্মৃতিগুলোও হারিয়ে যাবে।
শুনেছি জান্নাতে সব ইচ্ছে পূরণ করা হবে। তখন সেই শৈশবে ফিরে যেতে চাইবো আরেকবার। অথবা আবার দেখতে চাইবো সেই উচ্ছ্বসিত বিকেল....
যাইহোক, দাদার লেখাগুলো পড়ে হারিয়ে গিয়েছিলাম এক মুহুর্তের জন্য।
