ফটোগ্রাফি: আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ১৩৩ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্য
  • ১৫, এপ্রিল,২০২৫
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ১৩৩ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



1000066489-01.jpeg



তাহলে চলুন গল্পটি শুরু করি


আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



#১

IMG_20241020_104206-01.jpeg


Device : Redmi note 11
সবুজ শ্যামল দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক।

#২

IMG_20240819_181240-01.jpeg


Device : Redmi note 11
মহিষের গাড়ির দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গ্রামীণ পরিবেশ সবসময় অনেক সুন্দর হয় । গ্রাম্য পরিবেশে যারা বেড়ে উঠেছে তারাই গ্রামের সুন্দর দৃশ্য চারিপাশের সৌন্দর্যমন্ডিত পরিবেশ গুলি উপভোগ করতে পছন্দ করে। যেহেতু জন্ম লগ্ন থেকে গ্রামে বেড়ে ওঠা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালোবাসি। সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার। একটি মাঠের দৃশ্য গরু, ছাগল ও ভেড়া নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে রাখাল। আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে সেই সুন্দর মুহূর্তের দৃশ্য গুলো ফুটিয়ে তোলা।

#৩

IMG_20230210_120228-01.jpeg


Device : Redmi note 11
অচেনা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এখনো গ্রামীন পরিবেশে বিভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়। শীতকালীন সময়ে মাঠে প্রান্তে ভিন্ন এক সৌন্দর্যে সেজে ওঠে । সেই দৃশ্যগুলো আমরা উপভোগ করতে খুবই পছন্দ করি । শীতকালীন সময়ের সেরা সৌন্দর্য সরিষা ফুল পুরো মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য এখন পর্যন্ত উপভোগ করা হয়নি। কিছুদিন আগে মাঠে ঘুরতে যাওয়ার সময় একটি জমিতে সরিষা ফুলের দৃশ্য দেখতে পাই। পড়ন্ত বিকেলে হলুদ রঙের সমাহার বিস্তৃত বিষয়টি ফুটে উঠাতে পারিনি ।তবুও চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার। আশা করি সেই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৪

IMG_20240827_173714-01.jpeg


Device : Redmi note 11
নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আজ কয়েকদিন বিকেল মুহূর্তে আমরা অনেকেই মাঠের মধ্যে গিয়ে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি ।আসলে এই সময় আকাশ মেঘলা থাকে ঠান্ডা আবহাওয়া ঝড়ো বাতাস খোলামেলা পরিবেশে গিয়ে উপভোগ করার মজাই আলাদা ।যেটা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। এই ছবিটির মাঠে যাওয়া মুহূর্তের সময় তোলা আসলে পারফেক্ট সময়ে ক্লিক করা হয়েছে বলেই। বিকেল মুহূর্তে নদীর পাড়ে বসে ছিলাম সেখানে একটি ঘোড়া বেঁধে রাখা ছিল । দেখতে দারুণ লাগছিল তাহার ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

#৫

IMG_20240529_141012-01.jpeg


Device : Redmi note 11
কৃষকের জমি চাষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের চারিপাশে বিভিন্ন সৌন্দর্য ময় পরিবেশ দ্বারা ঘেরা যেটা আমরা উপভোগ করতে খুবই পছন্দ করি। এই পৃথিবীতে আমরা বিভিন্ন কর্মজীবীর মানুষ দেখতে পাই। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত পৃথিবীতে কোন কাজই ছোট নয়। যে যেটা তার যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী করে থাকে। গ্রামীন পরিবেশে যারা জীবনের অগ্রযাত্রার সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তাদের জন্য অনেকটা কঠিন এবং পরিশ্রমের মাধ্যমে চলতে হয়। তেমনি এক দৃশ্যমান বিষয়ক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । তাদের এই জীবন যাত্রা দেখতে অনেক সুন্দর লাগে গোধূলি লগ্নে ঘরে ফেরা যেটা সত্যি তাদের মুখে হাসি ফোটা য়।

#৬

IMG_20240716_184941-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৭


IMG_20240819_184144-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের লালচে আকার
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমার মনে হয় সূর্যাস্তের মুহূর্তটি সবাই উপভোগ করতে পছন্দ করে। বিকেলের শেষ মুহূর্তে সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম আকাশে হেলে পড়ে। সেই সৌন্দর্য দেখতে দারুণ লালচে আকার ধারণ করে চারিপাশের মেঘগুলো প্রতিফলিত হয় কি দারুন দৃশ্য ফুটে ওঠে। যেটা দেখার জন্য খোলামেলা পরিবেশ একদম পারফেক্ট। যেটা নদীর পাড়ে গিয়ে বেশি উপভোগ করা হয়ে থাকে। প্রতিনিয়ত আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো ফটোগ্রাফি করে শেয়ার করার চেষ্টা করি। যেটা আপনারা উপভোগ করে থাকেন । এই দৃশ্যমান মুহূর্তগুলো সব সময় সাক্ষী হয়ে থাকবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

Sort:  
 9 months ago 

Screenshot_2025-04-14-22-57-15-190_com.twitter.android.jpg

Screenshot_2025-04-14-22-57-10-696_com.twitter.android.jpg

Screenshot_2025-04-14-22-56-40-361_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি।

 9 months ago 

আপনাদের কাছে আমার করা ফটোগ্রাফি খুবই ভালো লাগে সেজন্য ফটোগ্রাফি করার অনুপ্রেরণা পাই। যেটা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। আপনি কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 9 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সব সময় পছন্দ করি । যেটা আপনারাও পছন্দ করেন। তার পাশাপাশি সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো আমার সব সময় অনেক ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেন ভাইয়া। আশা করছি ফটোগ্রাফির দারুন দক্ষতা একদিন আপনাকে আরো বেশি সফলতা এনে দিবে।

 9 months ago 

আপনাদের কাছে ভালো লাগা বিষয়টি আমাকে ফটোগ্রাফি করতে আরও অনুপ্রেরণা দিয়ে থাকে। এই ধরনের ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে । সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 9 months ago 

প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আমাদের মুগ্ধ করে যে সেটা বলে প্রকাশ করার মত নয়। আর আপনার তোলা প্রত্যেকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে কোন একটিকে বেস্ট বললে অন্যগুলো কষ্ট পাবে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক সুন্দর। এত সুন্দর অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 9 months ago 

প্রকৃতির সব সময় অনেক সুন্দর। প্রকৃতির এই সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে আরো সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় সেটাই চেষ্টা করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আজকে দেখতে দেখতে আপনি আপনার বেস্ট ফটোগ্ৰাফি পর্ব ১৩৩ শেয়ার করেছেন। আপনার প্রতিটি পর্বের ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই পর্বের ফটোগ্ৰাফি গুলো একটু বেশি সুন্দর হয়েছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।