শৈশব হলো জীবনের সোনালী যুগ। তখন তেমন একটা আধুনিকতার ছোঁয়া ছিল না ছোট্ট বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু সেই সময় আর বর্তমান সময়ের শৈশব অনেক পার্থক্য। এখন আধুনিক জিনিস যেমন মোবাইল ল্যাপটপ এগুলো নিয়ে বাচ্চারা বিজি থাকে। আমাদের সময় গ্রামের সকল সমবয়সীরা কত প্রকার খেলাধুলা করেছি যেটা আপনি উদাহরণ হিসেবে তুলে ধরলেন। খুবই ভালো লাগলো একটু স্মৃতিচারণ করলাম।
হ্যাঁ তাই ভাইয়া শৈশব হলো আমাদের জীবনের সোনালী দিন। যা কিনা আমরা কখনোও ভূলতে পারবো না। ধন্যবাদ ভাইয়া গুছিয়ে মন্তব্য করে পাশে থাকার জন্য