দিনে দিনে শিক্ষাব্যবস্থা এতটাই অধ্যপতনে চলে যাচ্ছে। শুধু সাবজেক্ট গুলো দেখলেই খারাপ লাগে। কলেজ ভার্সিটিতে যেটা করতে হয়েছে বর্তমান ইস্কুল শিক্ষার্থীদের তাই করতে হচ্ছে। এটা সত্যিই কোনোভাবে কাম্য নয়। বিরক্তির একটি বিষয় কিছুই করার নেই শুধু দেখা ছাড়া । এটাই বাস্তবতা যেটা বর্তমান ভবিষ্যৎকে অন্ধ করে দিচ্ছে।
বাচ্চাদেরকে এগুলো শেখানো হোক তাতে সমস্যা নেই, বিষয়টা এমন হয়ে গেছে শিক্ষকরা শিক্ষার্থীদের কে পড়াশোনা না শিখিয়ে, ড্রয়িং রান্না এগুলো করে নিয়ে আসো এটা বলেই তাদের দায়িত্ব শেষ করে দিচ্ছে। বাসা থেকেই যদি শিখতে হয় তাহলে কেন স্কুলে আসবো?