দুই তিন বছর আগে এই লাল তেতুল খেয়েছিলাম ।যেটা সত্যি আলাদা একটা অনুভূতি কাজ করছিল। অনেক দূরে এই লাল তেতুলের সন্ধান পেয়ে গিয়েছিলাম সেখানকার স্থানীয় একজনের কাছ থেকে অনুমতি নিয়ে গাছ থেকে পেড়ে খেয়েছিলাম। আপনি দারুণভাবে লাল তেতুল মাখিয়ে খেয়েছেন ভালো লাগলো।