You are viewing a single comment's thread from:

RE: লাইফ স্টাইলঃ-আমার বাংলা ব্লগের ৯ জন ব্লগারের একত্রিত হওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ9 months ago

আপু আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছিল। সময়টি আমরা সবাই একসঙ্গে দারুন কাটিয়েছি । সেই অনুভূতিটা সত্যিই অন্যরকম । আবার যেন এভাবে একত্রিত হতে পারি। তার পাশাপাশি আপনার দুই প্রিয় সন্তান আমাদের ভাগ্নে আদিলা এবং রাইদা তাদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম । যেটা কখনোই ভুলবার নয় তারই স্মৃতিচারণ হিসেবে এই পোস্ট। দেখে সত্যিই ভালো লাগলো এভাবে আবারও একত্রিত হব যদি সৌভাগ্য হয়।

Sort:  
 9 months ago 

আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আপনারা সবাইকে দেখার জন্য। অবশেষে সবার দেখা পেলাম বেশ ভালই লাগছিল।