You are viewing a single comment's thread from:

RE: রাজস্থান রয়েলসের দারুণ জয়!

in আমার বাংলা ব্লগ6 months ago

গুজরাট টাইটান্সের ইনিংসটা ছিল একদম দারুণ। শুরুতে শুভমান গিল আর সুধারসন খুব বুঝে-শুনে ব্যাটিং করে। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারানোয় একটা ভালো শুরু পাওয়া যায়, যেটা বড় স্কোর গড়ার জন্য খুব দরকার।সুধারসন আউট হলেও গিল নিজের অর্ধশতক পূর্ণ করে এবং দলের রান বাড়াতে থাকেন। পরে যখন জস বাটলার মাঠে নামে, তখন ম্যাচের রং একদম পাল্টে যায়। বাটলার একের পর এক শট মেরে দলকে দ্রুত রান এনে দেয়। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরও ভালো সাপোর্ট দেয়।