You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪২
তোমায় ঘিরে জাগে সুর, হৃদয়ে মধুর ছোঁয়া,
তোমার শব্দে পাই আমি জীবনের নতুন বোধ জোয়া।
তুমি আমার অস্তিত্ব, তুমি আমার আশা,
তুমি স্বপ্নের ঠিকানা, প্রিয় আমার বাংলা ভাষা।