You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৯
স্বপ্নগুলো আজ কাঁদে নীরবে স্মৃতির শূন্য প্রাঙ্গণে,
হৃদয় হারায় পথ, মিশে যায় ব্যথার সংগীতে।
অচেনা সময় ছুঁয়ে যায় অবহেলার ছায়াতে,
বেঁচে থাকা মানে যেন হারিয়ে যাওয়া প্রতিক্ষণে।