পেন্সিল রং দিয়ে খুবই অসাধারণ সুন্দর একটি কিউট মেয়ের অংকন [10% beneficiary to @shy-fox]
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন।
চলে এসেছি আপনাদের মাঝে পেন্সিল রং দিয়ে খুবই অসাধারণ সুন্দর একটি কিউট মেয়ের অংকন নিয়ে
অনেক দিন ধরে কোন অংকন করছি না অংকনের হাতটা অনেক খারাপ হয়ে গিয়েছে,আর অংকন করার জন্য একটু সময়ের প্রয়োজন। সময় নিয়ে অংকন করলে যে কোন অংকন খুবই সুন্দর হয়।কারেন্ট না থাকার কারণে এই ছাড়াও আমাদের পরিবার একটা বড় ধরনের বিপদ হওয়ার কারণে অংকন করার সময় যেন হয়ে উঠছে না। আমি মনে করি মন মানসিকতা যদি ভাল থাকে,তাহলে অংকন করাটা ভালো হয়। এই সপ্তাহটা পুরোটায় একদম খুব চাপ এবং মানসিক টেনশনের মধ্যে ছিলাম।তারপরও আল্লাহর মেহেরবাণীতে সব বিপদ থেকে উদ্ধার হতে পেরেছি।
সত্যি কথা বলতে কি সব সময় যদি অঙ্কনের চর্চাটা থাকে তাহলে কিন্তু অংকন খুবই সুন্দর হয়। আমি আজকে চিন্তা করলাম একটা সুন্দর কিউট মেয়ের ছবি অঙ্কন করব। কিন্তু বেশ কয়েক মাস এই সব অংকন করছি না,তাই একটু ভয় লেগেছিলো প্রথমে তারপর যখন অংকনটা করি অংকন দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে।আর আমি এখন থেকে চিন্তা করছি প্রতিনিয়ত অঙ্কন চর্চা করব। অংকন করলে নিজের দক্ষতা বৃদ্ধি পায়।
যাইহোক অনেক কথা বলে ফেলেছি, কিভাবে আমি পেন্সিল রং দিয়ে অসাধারণ সুন্দর একটি কিউট মেয়ের অঙ্কন করেছি। তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।
| পেন্সিল রং দিয়ে অসাধারণ সুন্দর কিউট মেয়ে অংকন করার উপকরণ | সমূহ |
|---|---|
| পেন্সিল | |
| সাইন প্যান | |
| কালো পেন্সিল রং | |
| লাল পেন্সিল রং | |
| হলুদ পেন্সিল লং | |
| মিষ্টি কালার পেন্সিল রং | |
| সাদা কাগজ | |
| রাবার |
১ম ধাপ"
![]() | ![]() |
|---|
একটি সাদা কাগজের উপরে বোতলের ঢাকনা দিয়ে চাপ দিয়ে একটি বৃত্তের মত একে নিব। বৃত্তের মত আঁকা হলে,এবার বৃত্তের নিচের অংশে মানুষের আকৃতি করে এঁকে নিব গলা থেকে পেটের অংশ পর্যন্ত।
২য় ধাপ"
![]() | ![]() |
|---|
পেটের অংশটা আঁকা হলে, এবার আমি কাপড়ের নিচের অংশ পেন্সিল এর সাহায্যে এঁকে নিব। কাপড়ের নিচের অংশ আঁকা হলে। এবার পেন্সিল এর সাহায্যে হাত এঁকে নিলাম এভাবে।
৩য় ধাপ"
![]() | ![]() |
|---|
কিউট মেয়েটির দুহাত আঁকা হলে আমি মেয়েটির মাথার চুল এঁকে নিলাম।
৪র্থ ধাপ"
![]() | ![]() |
|---|
মাথার চুল আঁকা হলে, এবার আমি পেন্সিলের সাহায্যে ব্রো এবং চোখের পাপড়ি এঁকে নিলাম।সব আঁকা হলে, এবার চুলের খোপা এঁকে নিব পেন্সিল এর সাহায্যে।
৫ম ধাপ"
![]() | ![]() |
|---|
পেন্সিল দিয়ে সম্পূর্ণ আঁকা হলে,এবার আমি সাইন প্যান দিয়ে মেয়েটির অংকন পুরোটা এঁকে নিব এভাবে।
৬ষ্ঠ ধাপ"
![]() | ![]() |
|---|
এবার আমি কালো পেন্সিল রং দিয়ে চুল রং করে নিলাম।কালো রং দিয়ে চুলগুলো এবং খোঁপা আঁকা হলে, চুলের ব্যান্ড লাল রং দিয়ে এঁকে নিব এইভাবে।
৭ম ধাপ"
![]() | ![]() |
|---|
মিষ্টি কালারের পেন্সিল রং দিয়ে মেয়েটির মুখ এবং শরীর রং করে নিলাম। মিষ্টি কালার দিয়ে শরীরের রং এঁকে নেওয়া হলে, এবার আমি হলুদ রং দিয়ে মেয়েটির কাপড়ের রং করে আমার অংকনটি আমি সম্পন্ন করলাম।
বন্ধুরা,আমার অংকন করা পেন্সিল রঙ দিয়ে অসাধারণ সুন্দর কিউট মেয়ে অংকনটি কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।
ভুলত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।





















প্রথমে বলবো আল্লাহ আপনার উপর সহায় হোক। এই সপ্তাহে পুরাই আপনি টেনশনের মধ্যে ছিলেন। তবে আপনি অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে একটি কিউট মেয়ে অঙ্কন করেছেন। এক কথায় অসাধারণ। পেন্সিল দিয়ে এত সুন্দর চিত্রাঙ্গন করছেন দেখতে অসাধারণ লাগলো আমার কাছে। খুব সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন টেনশন মুক্ত আছি।দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন অংকন আপনাদের মাঝে উপহার দিতে পারি।এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি ঠিকই বলেছেন অঙ্কন করলে নিজের দক্ষতা বৃদ্ধি পায়। এরকম জিনিস গুলো অঙ্কন করতে বেশ ভালই লাগে। মন মানসিকতা ভালো থাকলে এসব কিছুই করা সম্ভব হয়। যে জিনিসের প্রতি একটু টান বেশি সবার প্রথমে সেটি করতে ভালো লাগে। খুবই ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।
আপনি ঠিকই বলেছেন অংকন করলে নিজের দক্ষতা বৃদ্ধি পায়। যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে যেকোনো কাজ করা একদম সহজের। আপনি খুবই সুন্দর একটি আর্ট করেছেন। যে জিনিসের প্রতি মন মানসিকতা ভালো থাকে তার করতে একটু বেশি ভালো লাগে। খুবই ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।
জি ভাইয়া মন মানসিকতা ভালো থাকলে যে কোন কাজ করতে ভালো লাগে।এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে কিউট একটি মেয়ের অঙ্কন করেছেন। এবং মেয়েটি দেখতে অসম্ভব পরিমাণ সুন্দর হয়েছে।কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দরএকটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন অংকন আপনাদের মাঝে উপহার দিতে পারি।
প্রিয় আপুমনি,, তুমি খুবই সুন্দর করে পেন্সিল রং দিয়ে খুবই অসাধারণ সুন্দর একটি কিউট মেয়ের ছবি অংকন করেছ।মেয়েটির চুলের খোপায় লাল রাবার ব্যান্ড আমার কাছে দারুন লেগেছে।এত সুন্দর একটি মেয়ের ছবি অংকন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।♥♥
আপু আমার চিত্র অঙ্কনটি আপনার কাছে ভালো লেগেছে। তাই আমার মনে অনেক আনন্দ লাগছে।আপু এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।