You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে: নিঃশব্দে।।২০ জুলাই ২০২৫
আপনার কবিতা গুলো গভীরতা অনেক আমার পছন্দের কবি
ভাঙা পায়ের ছায়ায় হাঁটতে হাঁটতে,
তোমার স্পর্শহীন উপস্থিতি ছুঁয়ে যায় বাতাসে।
নীরবতার ভিতরে এক রকম কান্না জমে —
যা কেউ শোনে না, শুধু হৃদয় বুঝে।
প্রতিটা দিন যেন অচেনা আয়নার মতো,
যেখানে আমি আছি, কিন্তু আমার মতো না।
আপনার মত ছোট্ট কবিতা লেখার চেষ্টা করলাম
ধন্যবাদ