মায়ের স্বপ্নজয়ী কন্যা পর্ব-৩

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আবারও নতুন ব্লগ নিয়ে আমাদের হাজির হয়েছি। গত দুইটি পোস্টে আমি বৌদির ছোট মেয়েকে নিয়ে দুটি পর্ব শেয়ার করেছিলাম আজ সেটির তৃতীয় পর্বটি আপনাদের সাথে শেয়ার করব।

সারাদেশ থেকে সিলেক্টড কয়েকশত শিক্ষার্থীকে এই কম্পিটিশন এ যোগ দেয়।পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছিল ২৩ শে ফেব্রুয়ারি।বৌদির বড় মেয়েও এসএসসি পরীআমি তখন গাইবান্ধায় ছিলাম তবে মনে মনে ভাবছিলাম এটার আজকে পরীক্ষা হবে ওর জন্য দোয়া করছিলাম আমি যখন আমার খালা বাসা থেকে আসছিলাম অটোতে তখন হঠাৎ দেখি বৌদির নাম্বার থেকে কল এসেছে ক্ষা দিচ্ছিল।সারা ফেব্রুয়ারি মাস পরীক্ষা চলবে।তাই বৌদি চিন্তায় পড়েছিল।তাই বৌদি চিন্তা করছিল কিভাবে পরীক্ষা দিতে নিয়ে যাবে অর্থীকে ঢাকায়। অনেক চিন্তাভাবনা করে একটা সমাধান বের করা গেছে। ওই সময় যেহেতু অর্থীর বাবা ও এসেছিল বৌদির বড় মেয়ের পরীক্ষার জন্য। তাই অর্থী ওর বাবার সাথে ২০ তারিখ রাত গিয়েছিল এবং প্ল্যান ছিল অর্থীর বাবা নিয়ে যাবে এবং বৌদি পরীক্ষা আগের দিন গিয়ে আবার নিয়ে চলে আসবে।

প্ল্যানমতো ২০ তারিখ রাতের বাসে ওর বাবার সঙ্গে ঢাকায় গিয়েছিল এবং গিয়ে ওর মাসির বাসায় ছিল। পরে ২২ তারিখ বৌদি আবার ঢাকায় গিয়েছে অর্থীকে থেকে কম্পিটিশনের ভেন্যুতে নিয়ে গেছিল। পরীক্ষা হয়েছিল সকালে। পরে বিকেলে রেজাল্ট দিয়েছিল।কয়েকশো শিক্ষার্থীর মধ্যে নিজেকে প্রমাণ করা সহজ কথা নয়। আমি তখন গাইবান্ধায় ছিলাম। আমার খালা বাড়ি গিয়েছিলাম সেখান থেকে বিকেলে ফেরার পথে আমি যখন অটোতে ছিলাম তখন বৌদির নাম্বার থেকে কল আসে ফোনের স্ক্রিনে বৌদির নাম্বার দেখে কেন যেন গায়ে কাটা দিয়ে উঠছিল সাথে সাথে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করি তখন দেখি ফোনের ওপার থেকে বৌদির বড় মেয়ে আমাকে সেই সুখবরটি জানালো যে অর্থী উইনার হয়েছে। আমার কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল যেন আমার নিজের মেয়েই উইনার হয়েছে।

জয়ের পিছনে অর্থীর যেমন পরিশ্রম এবং সাধনা ছিল তেমনি বৌদির অক্লান্ত পরিশ্রম ছিল। তার ইচ্ছেটা পূরণ হয়ে তার দেখা স্বপ্নটা পূরণ হয়েছে। ছোট মেয়েকে দিয়ে বৌদির দেখা একটা স্বপ্নের জয় হয়েছে এর হাত ধরে পরপর আরো অনেক স্বপ্ন হয় তো বাস্তবায়িত হবে।বৌদির দেওয়ার সকল স্বপ্ন তার দুই মেয়ের হাত ধরে পূরণ হোক এই কামনাই করি।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 last month 

বৌদির পরিশ্রমগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। উনি উনার মেয়েদের জন্য পুরো জীবন বিসর্জন দিয়েছে। আর যে কোনো কাজে কঠোর পরিশ্রম করলে অবশ্যই তার সফলতা আসে। অর্থির এই অর্জনে অনেক খুশি হয়েছিলাম। ও আরো অনেক দূর এগিয়ে যাক এই কামনাই করি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63094.38
ETH 3148.11
USDT 1.00
SBD 3.88