ঈদে মেয়ের হাতে দেয়া মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। ঈদের আমেজ এখনো পুরোপুরি যায়নি। সবাই কর্মব্যস্ত জীবনে ফিরে গেছে।তারপর আনন্দের মূহুর্তগুলো মনের মাঝে এখনও অনেকটা জায়গা জুড়ে আছে। এই ঈদের আমেজে আজ আমি আপনাদের সাথে আমার মেয়ের হাতে দেয়া একটা মেহেদী ডিজাইন শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

বাচ্চাদের জন্য মেহেদি কেনার আগে আমি সব সময় অনেক চিন্তা ভাবনা করে কেনার চেষ্টা করি। কারণ বাচ্চাদের হাতে মেহেদি দিতে গেলে অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে। বাজারে তো অনেক ধরনের মেহেদি পাওয়া যায়। সব সব মেহেদী বাচ্চাদের হাতে যায়না। কিছু কিছু মেহেদী বাচ্চাদের হাতে দিলে অনেক ধরনের এলার্জি বের হয়। বাচ্চাদের স্ক্রিন যেহেতু অনেক সফট এবং পাতলা হয়। এজন্য ওদের কথা চিন্তা করে ভালো মেহেদি টাই কেনা উচিত। আমি সবসময় কাবেরী মেহেদি টাই কিনি। এটা আমার মেয়ের হাতের এর আগেও দিয়েছি কোন সমস্যা হয়নি। এজন্য আমি এবারও ওই একই মেহেদী তাই কিনেছি। আমি আর আমার মেয়ে দুজন একই মেহেদী দিব। ঈদের আগের দিন আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরে মেহেদি দেওয়া শুরু করেছি।আমার মেয়ে তো অনেক ছোট। সবকিছু বোঝেনা সবার হাতে মেহেদী দেখে সে নিজে দেওয়ার জন্য খুবই উৎসাহী ছিল। আমি দেওয়ার আগে ওকেই মেহেদি দিয়েছি। বাচ্চাদের হাতে মেহেদি ডিজাইনগুলো সব সময় সিম্পল হলে দেখতে বেশি সুন্দর লাগে। তাই এবারও আমি সিম্পল একটি মেহেদি ডিজাইন দেওয়ারই চেষ্টা করেছি।

ছোট মানুষ হাত ভর্তি করে মেহেদি দিতে চায়। তারপরও প্রথমে আমি হাতে আরও একটু বাইরের অংশের চিকন কয়েকটি দাগ কেটে তার উপরে ছোট ছোট তিনটি ফুল করে দিয়েছি।

এরপর বড় একটা কলকা ডিজাইন এঁকেছি এবং সেটিকে গা করে দিয়েছিলাম।

এবার কলকা ডিজাইনের ভেতরে চাটকোনা করে এঁকে পাতার মতো ডিজাইন করেছি।

এরপর আঙুল গুলোতে ও ছোট কলকা ডিজাইন করে দিয়েছি।

এবার বাকি আঙুলে মোট তিনটি তে ডিজাইন করেছি।

এটা ছিল আমার মেয়ের হাতে করা মেহেদী ডিজাইনের ফাইনাল লুক।

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। ❤️❤️

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ঈদের সময় বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দিত হয় হাতে মেহেদি পরতে পারলে। বাজারে বিভিন্ন ধরনের মেহেদী দেখা যায় যেগুলো স্ক্রিনের জন্য অনেক বেশি সমস্যা হয়। দেখে শুনে কিনতে হয় বাচ্চাদের হাতে যাতে কোন সমস্যা না হয়। আপনি দেখে শুনে কাবেরী মেহেদী কিনলেন মেয়ের জন্য। আর মেয়ের হাতে খুব সুন্দর ডিজাইন করলেন মেহেদির। অনেক ভালো লেগেছে আপু ডিজানটি দেখে।

 2 months ago 

আমার কাছে মেহেদী নির্বাচন করাটাই অনেক কঠিন তারপরও আমি যেটি দিয়ে কোন সমস্যা হয় না সেটাই কিনি।অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

অনেক সুন্দর মেহেদী ডিজাইন আর্ট। বাবুর হাতে দিয়েছিলেন এমন মুহূর্তে ফটো ধারণ করে রেখেছেন। দেখে বেশ ভালো লাগলো। আশা করি আপনার বাবু বেশ আনন্দে ছিল এই মুহূর্তে। যাই হোক মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এ থেকে আমিও দেখতে পারলাম। অনেক সুন্দর হয়েছিল। সুন্দর এই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমার মেয়ের হাতের মেহেদী ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন দেখতে পারলাম আপনার এই পোষ্টের মধ্য দিয়ে। খুব সুন্দর ভাবে আপনি যে মেহেদি ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বাচ্চাদের হাতে মেহেদি আর্ট করে দিলে তারা খুবই খুশি হয়। এ যেন ঈদের অন্যরকম এক ভালো লাগার মুহূর্ত।

 2 months ago 

বাচ্চাদের খুশি করতে কে না চায় আপু।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 months ago 

খুব ভালো করেছেন আপু মেহেদী বাছাই করার ক্ষেত্রে ভালো মেহেদীটাই নেয়া উচিত। ছোট হোক বা বড় স্ক্রিনে যদি কোন সমস্যা হয় সেটা মেহেদীর কারণে হলে আরো বেশি ক্ষতিকর। আপনার মেয়ের হাতে যেহেতু কাবেরী মেহেদী স্যুট করে সেই হিসেবে প্রতিবার কাবেরী মেহেদীটাই ইউজ করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন ছোট বাচ্চার হাত মেহেদী কিন্তু না দেয়াই ভালো। তবে বাচ্চাদের খুশির জন্য দেয়া লাগে। যাইহোক মেহেদীর ডিজাইনটাও খুব দারুণ হয়েছে আপু। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে।

 2 months ago 

আমার মেহেদী ডিজাইন টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদআপু।

 2 months ago 

আপনার করা মেহেদি ডিজাইন টি খুবই চমৎকার হয়েছে আপু।দুর্দান্ত একটি ডিজাইন করেছেন আপু।খুবই চমৎকার ভাবে মেয়ের হাতে মেহেদী দিয়েছেন।খুব নিখুঁতভাবে ডিজাইন টি তুলে ধরেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

এত চমৎকার একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।।

 2 months ago 

ছোট বাচ্চাদের জন্য ভালো মেহেদী নেওয়াই সব সময় ভালো। কারণ বাচ্চাদের ইনফেকশন হয়ে যেতে পারে।কাবেরী মেহেদীটা নিয়ে ভালোই করেছেন। আর আপনার ছোট মেয়ের হাতে অনেক সুন্দর করে সিম্পল একটা মেহেদির ডিজাইন এঁকে দিয়েছেন। যে ডিজাইনটা তার হাতে অনেক সুন্দর লাগতেছে। আপনার মেয়ে নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছিল মেহেদি লাগানোর পরে। ঈদ মানেই খুশি আর আনন্দ। ঈদের সময় মেহেদী না লাগালে তো ভালোই লাগে না। বাচ্চারা তো খুব পছন্দ করে মেহেদি লাগাতে। মেহেদির ডিজাইন টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

মেহেদি দেওয়ার পর সত্যিই আমার মেয়ে অনেক খুশি হয়েছিল আপু। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 months ago 

ঈদ উপলক্ষে আপনার মেয়ের হাতে খুবই সুন্দর ভাবে মেহেদির ডিজাইন করে দিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো। এটা সত্য কথা ছোটরা মেহেদি ডিজাইন দিতে খুবই পছন্দ করে। আশা করি আপনার মেয়ে ও অনেক খুশি হয়েছিল এই ডিজাইন পেয়ে।

 2 months ago 

আমার মেয়ে অনেক খুশি হয়েছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ঈদের সময়টা আসলেই ঈদের আগের দিন সবাই মেহেদী দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঘরে ঘরে সবাই মেহেদি দিয়ে থাকে। আপনার মেয়ের হাতে অনেক সুন্দর করে একটা মেহেদীর ডিজাইন করে দিয়েছেন। মেহেদির ডিজাইন টা সুন্দরভাবে এঁকেছেন দেখে খুবই ভালো লেগেছে। যদিও মেহেদি সম্পর্কে আমার তেমন কোনো ধারনা নেই, তাই কাবেরী মেহেদী কিরকম এটা আমি জানিনা। কিন্তু মনে হয় ভালোই হবে যেহেতু আপনি দেখেই কিনেছেন। আপনার মেয়ের হাতে ডিজাইন টা ভালোই মানিয়েছে।

 2 months ago 

আমি ঈদের আগের দিনটা মেহেদী দিতে বেশি ব্যস্ত থাকি।অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70700.78
ETH 3798.19
USDT 1.00
SBD 3.43