ভার্চুয়াল কলিগদের সাথে ইফতার পার্টি

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।প্রতিদিনকার মতে আজও আমি হাজির হয়েছি আমার বাংলা ব্লগ এর সদস্যদের সাথে ইফতার পার্টির কিছু মুহূর্ত।

যেহেতু রমজান মাস আর রমজান মাসে আমরা সবাই চেষ্টা করি আমাদের পরিবার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে ইফতার পার্টি করার। আমি যেহেতু আমার বাংলা ব্লগের কয়েকজন সদস্যদের কাছাকাছি বসবাস করি তাইপ্র থম ইফতার পার্টিটা তাদের সাথে করব ভেবেছি। একসাথে ইফতার পার্টি করার কিন্তু সবার সময় একসাথে মিল ছিল না পরেকথা বলে ঠিক করলাম। নির্দিষ্ট দিনে আমরা ইফতার করব আগের দিন সব কথাবার্তা ঠিক হয়েছিল এবং কথা ছিল বৃত্ত আমাদের সবকিছু এরেঞ্জ করে দেবে।

আপনারা তো অনেকেই জানেন বৌদি শুভ ভাই হীরা ভাবী বৃত্তএবং আমি আমরা খুব কাছাকাছি বলতে একই পাড়াতেই থাকি। আর বৌদি আর আমি তো সামনা সামনি ফ্ল্যাটে থাকি। আমাদের সবচেয়ে স্বস্তির জায়গা হচ্ছে বৌদির ফ্ল্যাট যত আড্ডায় পার্টি সবকিছু বৌদির বাসায় হয়ে থাকে। নির্দিষ্ট দিনে আমি অপেক্ষা করছিলাম ইফতার পার্টির জন্য কখন বৃত্ত সব কিছু নিয়ে আসবে। এজন্য আমি আমার বাসায় তেমন কোন কিছু আয়োজন করিনি। কিন্তু সমশ গড়িয়ে যাচ্ছিল বৃত্ত আসছিল না ফোনও ধরছিল না। এজন্য অনেক টেনশন হচ্ছিল যে আজ ইফতার পার্টি হবে কিনা। কিছুক্ষণ পরে দেখি হীরা ভাবী চলে এসেছে কিন্তু বৃত্ত আসেনি। কিন্তু বৃত্ত কথা দিয়ে কথা ভুলে যাওয়ার মানুষ নাই। ঠিক সময় মত ইফতারের আগে বৃত্ত চলে এসেছে। এসে আমাদেরকে কি কি আনতে হবে শুনে খুব অল্প সময়ের মধ্যেই ইফতার নিয়ে চলে এসেছে।

এরমধ্যে আমাদের অর্থী বেবি আমাদের সকলের জন্য শরবত বানিয়েছে নানান ধরনের ফল কেটেছে সবকিছু কেটে রেডি করেছে। শসা টমেটো তাতে আমি একটু সাহায্য করেছি এরপর ইফতার সব একসাথে মাকে মাখানোর পর্ব চলছিল। তখন সবাই আমাকে সাহায্য করেছে। বৃত্ত হীরা ভাবি আসলেই ইফতার পার্টি তো এসবই মজার একসাথে বড় গামলা করে মাখানো হয়েছে।ইফতারিতে আমরা অনেক ধরনের আইটেম রেখেছিলাম ছোলা, পিয়াজু, বেগুনি,আলুুচপ,বুন্দিয়া,মুরি,নিমকি,শশা,টমেটো। এর মাঝে আমাদের কমিউনিটির এডমিন শুভ হয়েও চলে এসেছিল। ইফতার মাখানো শেষে সবাইকে প্লেটে করে দেওয়ার পর আমাকে আর কেউ প্লেট দিচ্ছিল না সবাই আমাকে সেই বড় গামলা টাই ধরিয়ে দিচ্ছিল এবং বলছিল আমি নাকি বেশি খাই। আসলে আমি কম খাই কে সেটকে বেশি খাওয়ানো প্রমাণ করানোর জন্য গামলাটা হাতে ধরিয়ে দিয়েছিল। প্লানটা তো বুঝতে পারেনি সরল মনে গামলাতেই খেতে বসেছিলাম।

যাইহোক পরিবার বলে কথা সবার একসাথে ইফতার করার খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। সবাই খুব মজা করে ইফতার খেয়েছি
এরপর চা খাওয়ার পালা আমাদের বৌদির সবচেয়ে উত্তম শিষ্য হলো সায়ন মানে হীরা ভাবি আর শুভ ভাইয়ের একমাত্র ছেলে। বৌদি যেমন চা খেতে পছন্দ করে তেমনি সায়ানো বৌদির সাথে চা খাওয়া শিখে গেছে। সবার ইফতার চা খেয়ে অনেক গল্প আড্ডা চলছিল। তারপর অনেকটা সময় কেটে গেছে বুঝতে পারিনি। খাওয়া-দাওয়া গল্প আড্ডা শেষে শুভ ভাই নতুন একটি প্ল্যানের কথা বলে । সেটা অন্য কোন দিন আবার আপনাদের সাথে শেয়ার করব। আজকের মত এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে...

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

বাহ বেশ দারুন একটি পোষ্ট লিখে শেয়ার করেছেন ভাই আপনি। আসলে রমজান মাসে পরিবার এবং পাড়া-প্রতিবেশীদের সাথে ইফতারি পার্টি করতে সত্যি বেশ ভালো লাগে। ইফতারি শেষে আপনারা চা খেয়েছেন এবং গল্পে আড্ডায় মেতে উঠছিলেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এতো সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আশেপাশের সবাই মিলে ইফতারি করতে যেমন ভাল লাগে আর ভার্চুয়াল মানুষগুলোর সাথে তো আরো বেশি ভালো লাগবে। কারণ আমরা হয়তোবা সবাই ভার্চুয়ালি যোগাযোগ রাখতে পারলেও সরাসরি যোগাযোগ রাখতে পারি না। যাই হোক সবাইকে নিয়ে এত সুন্দর করে ইফতার আয়োজন হয়েছে দেখে খুব ভালো লাগলো আপু। পরবর্তী যে প্ল্যান শুভ ভাই দিয়েছিল সেটার অপেক্ষায় রইলাম আপু।

 2 months ago 

অবশ্যই আপু পরবর্তীতে কোন একদিন সেটা শেয়ার করব। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

একটা জিনিস মানতে হবে যে আমার বাংলা ব্লগ পরিবারটা কিন্তু সবাইকেই আমাদের অনেক আপন করে দিয়েছে। আসলে এই প্ল্যাটফর্মটি না থাকলে হয়তোবা আমরা সবাই কাছাকাছি আসতে পারতাম না। যাইহোক আমার মনে হয় আপনারা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছেন এই ইফতার পার্টিতে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সত্যি আমরা অনেক আনন্দ করেছি ইফতার পার্টিতে।আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

রমজান মাসে কমবেশি সব জায়গাতেই ইফতার পার্টি হয়ে থাকে। ভার্চুয়াল কলিগদের সাথে ইফতার পার্টি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার বাংলা ব্লগের বেশ কয়েকজন মেম্বারদের কে দেখতে পেলাম। খুবই ভালো লাগলো সবাইকে একসাথে দেখে। খুব সুন্দর সময় কাটিয়েছেন সবাই মিলে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট টি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ভার্চুয়াল কলিগদের সাথে বেশ আনন্দ করে ইফতার করলেন। সবাইকে একই সাথে ইফতার করতে দেখে বেশ ভালো লাগলো। আমার বাংলা ব্লগ সবাইকে নতুন একটি পরিবার উপহার দিয়েছে।বেশ মজা করে ইফতার পার্টি করেছেন তা বোঝাই যাচ্ছে। এভাবে সবাই এক সাথে আনন্দ করে বাঁচেন। সেই কামনা করি। অবশ্যই শুভ ভাই এর নতুন প্ল্যান জানতে পাবো পরবর্তী কোন ব্লগে।

 2 months ago 

পরিবারের সাথে ইফতারি করার মজাই আলাদা। আমি মাঝেমধ্যে দেখে থাকি আপনারা সকলে মিলে বেশ সুন্দর মুহূর্ত উদযাপন করার চেষ্টা করেন। শুভ ভাইয়া, হিরা মনি ভাবি বৃষ্টি চাকি বৌদি বেশ সুন্দরভাবে মুহূর্তগুলো সুন্দর করে তোলে। যতগুলো মুড়ি মাখিয়েছেন বাবাগো বাবা 🤭সকলের হাসি মুখগুলো দেখে ভালো লাগছে। ভার্চুয়াল কলিগদের সাথে ইফতার পার্টি টি বেশ দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

মার্কডাউনগুলো খুব একটা সুন্দর হয় নাই, প্যারাগ্রাফগুলো আরো সুন্দর করা যেতো হয়তো। আশা করছি পরবর্তীতে আরো একটু চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ।

 2 months ago 

সত্যিই ভাবি সেদিন খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম সবাই একসঙ্গে। এমন মুহূর্ত মাঝে মধ্যেই আমাদের কাটানো উচিত এতে করে সবার মধ্যে আন্তরিকতা গাঢ় হয়। আর হ্যাঁ আপনি যে গামলা ছাড়া খেতে পারেন না এটা আমরা জানি তাই আমরা আপনাকে গামলা দিয়েছিলাম। 😜 যাইহোক অসংখ্য ধন্যবাদ সেদিনের ইফতারে কাটানো মুহূর্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70845.83
ETH 3807.68
USDT 1.00
SBD 3.42