পোষাক এর আড়ালে নিরব ঘাতক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে বাংলাদেশে এক অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। এবং আসলে বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়তই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে সেই অদ্ভুত ঘটনাগুলোর একটি মজার ব্যাপার শেয়ার করি।তাহলে হয়তো আপনারাও কিছুটা হলেও মজা পাবেন। অর্থাৎ বলা চলে কিছুটা হলেও একটা ব্যাপার ক্লিয়ার হবে।
কয়েকদিন আগে হঠাৎ করেই বাংলাদেশের ঢাকার একটি জায়গাতে বিক্ষোভ মিছিল শুরু হয়। অর্থাৎ আমি এখানে যেহেতু কোনো প্রকারের রাজনৈতিক আলাপ করবো না। তাই কোনো নাম কিংবা জায়গার নাম ও আমি ধরবো না সেভাবে। কিন্তু শুধুমাত্র আপনাদেরকে কাহিনীটি জানাবো। যাইহোক, তো একদল আসলে সেখানে দেখা গেলো এরপর মিছিল করা শুরু করলো। অর্থাৎ বলা চলে আন্দোলন। আন্দোলনটি তাদের অধিকার আদায়ের। মূল ব্যাপারটি যদি আমি একটু সংক্ষিপ্ত করে বলি। তাহলে মূল ব্যাপারটি ছিলো তাদের কাজের ক্ষেত্রে প্রায় মাঝখানে ছয় মাস গ্যাপ থাকে এবং সেই গ্যাপে তাদেরকে কোনো বেতন দেওয়া হয় না। তো তা নিয়েই বিক্ষোভ মিছিল। অর্থাৎ তারা চাচ্ছিলো যে, তাদেরকে যেনো এই ব্রেকটা না দেওয়া হয়। কারণ এই ব্রেকের জন্য তাদের ছয় মাস অনিশ্চিত জীবনযাপন করতে হয়।
তো দুপুর বেলার দিকে যাদের কাছে তারা এই আবেদন নিয়ে গিয়েছিলো। তারা সেই আবেদনটি গ্রহণ করে এবং কথা দেয় যে অবশ্যই তাদের এই আবেদন বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী ডিসিশন নেওয়া হবে। অর্থাৎ বলা চলে খুব শান্তিপূর্ণভাবে ব্যাপারটি মিটে গেলো।কিন্তু এর একটু পরেই শুরু হলো অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে যারা আবেদন করতে এসেছিলো, তারাই মারামারি শুরু করে দিলো। যাইহোক এর পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতিকে শান্ত করল।
কিন্তু পরবর্তীতে এসে আসলে যেটা জানা যাচ্ছে যে, ওই পোশাক ধারিরা অর্থাৎ ওই পোশাকে যারা আন্দোলন করেছিলো। তারা ওই কর্মক্ষেত্রের ছিলোই না। তারা ছিলো অন্য এক রাজনৈতিক দলের লোক। যারা ওই তাদের সাথে মিশেই অর্থাৎ একই পোশাক পরে দেশে অশান্তি করতে চাইছিলো। অর্থাৎ অপপ্রয়োগের মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা করছিলো। ব্যাপারটি দেখার পরেই এতো হাসি পেয়েছিলো, কি আর বলবো। আমি আসলে তখন ভাবছিলাম যে, মানুষ যদি এইসব আইডিয়া ভালো কাজে লাগাতো তাহলে অনেক লাভ হতো।