ধর্মের মাতামাতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে আমাদের পৃথিবীতে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের লোকেরা একে অপরের সাথে সবসময় লড়াই করে চলেছে। একে অন্যের ধর্মের লোককে কখনোই ভালোবাসতে পারছে না। বরং তারা মনে করছে যে আলাদা আলাদা ধর্মের লোক তারা সম্পূর্ণ আলাদাই। কোন ধর্মের লোকের সাথে কোন মিল কখনোই থাকতে পারে না। আসলে এসব কথা সম্পূর্ণ ভুল। আপনার একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছেন যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কি কোন ধর্মের সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে মানুষ এই ধর্ম তৈরি করে আলাদা আলাদা হয়ে গেছে।


আসলে বর্তমান সময়ে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে কিছু কিছু কুলাঙ্গার লোকেরা দেশের মধ্যে এই ধর্ম নিয়ে যেসব বিবাদ সৃষ্টি করে তাতে কিন্তু দেশের সাধারণ মানুষের ক্ষতি হয়। এইসব লোকেদের কিন্তু কখনোই কোনো ক্ষতি হয় না। বরং এসব লোকেরা চিন্তা করে যে এই বিভিন্ন ধর্মের মধ্যে যদি বিবাদ সৃষ্টি করা যায় তবে তাতেই কিন্তু তাদের লাভ। অর্থাৎ তারা বিবাদ সৃষ্টি করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই সমাজ থেকে পেয়ে থাকে। আর মাঝখান থেকে দেশের সাধারণ মানুষ গুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে যারা শিক্ষিত মানুষ তারা কখনো ধর্ম নিয়ে বিবাদ করে না।



শিক্ষিত মানুষরা জানে যে ধর্মের মূল কিন্তু একই। কারণ ভগবান আল্লাহ সবই কিন্তু একজন ব্যক্তি। এছাড়াও প্রতি ধর্ম গ্রন্থের মূল কথা কিন্তু একই। কারণ কুরআন কখনো মানুষকে হিংসা করতে শেখায়নি তেমনি আমাদের ধর্মগ্রন্থ গীতাও কিন্তু কখনো মানুষকে হিংসা করতে শেখায়নি। আসলে এইসব ধর্মগ্রন্থে বলা হয়েছে যে সকল হিংসা বিবাদ ত্যাগ করে মানুষ মানুষকে ভালবাসতে হবে। এছাড়াও অন্যের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আর প্রত্যেক ধর্মের লোককে আমাদের সম্মান করতে হবে এবং তাদের ভালো বাসতে হবে। কারণ সকল ধর্মের লোক আমরা কিন্তু ভাই ভাই।


ধর্মের মাতামাতি


ধর্ম নিয়ে কেন মাতামাতি,

ধর্মের মূল কথা তো একই।

ভগবান আল্লাহ সব একই রূপ,

তাদের নিয়ে না করি ভাগাভাগি।


এত মারামারি কিসের জন্য,

মানুষের রক্তের রং তো একই।

মানুষে মানুষে এত বিবাদ,

ত্যাগ করো সবাই আজই।


ধর্ম নিয়ে যারা লড়াই করে,

তাদের মতো পাপী কেহ নাই।

তারা দেশটাকে ধ্বংস করছে,

লাভ নাকি শুধু তারাই পায়।


রাজনীতির নামে হিংসা চালায়,

দেশের যেসব কুলাঙ্গারের দল।

মনুষ্যত্বকে জাগ্রত করে,

সবাই একই পথে চল।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 days ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে অনেক ব্যক্তি আছে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে। সেটা কখনোই ঠিক নয়। আমাদের সকলের উচিত নিজ নিজ ধর্মীয় রীতিগুলো যথাযথভাবে পালন করা এবং অন্য ধর্মের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64092.96
ETH 3145.83
USDT 1.00
SBD 3.88