কারেন্ট পোকা, ফসল ক্ষেতের এক অদৃশ্য শত্রু
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২৯ ই সেপ্টেম্বর ২০২৫ ইং
গ্রামের কৃষিজীবী মানুষদের কাছে এক অজানা স্বপ্ন ভঙ্গের নাম হচ্ছে কারেন্ট পোকা। ছোট্ট এই পোকাটি দেখতে যতই নিরীহ মনে হোক না কেন, ফসলের জন্য এটি এক ভয়ংকর শত্রু। এই পোকার আক্রমণে মুহূর্তের মধ্যেই একটি সুস্থ ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে ধান, পাট, সবজি, ও ভুট্টার ক্ষেতে এর দাপট সবচেয়ে বেশি দেখা যায়।কারেন্ট পোকা সাধারণত গাছের কচি পাতা, ডগা ও কাণ্ডে আক্রমণ করে। তারা পাতা কেটে ফেলে, রস চুষে নেয়, ফলে গাছের বৃদ্ধি থেমে যায় এবং ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায়।
কখনও কখনও দেখা যায়, একর পর একর ক্ষেত যেন হঠাৎ মারা গিয়েছে এবং পাতা ঝলসে গেছে, গাছ মাটিতে পড়ে গিয়েছে। এই কারণেই গ্রামীণ কৃষকরা একে কারেন্ট পোকা নামে ডাকেন।এদের আক্রমণ সাধারণত পুরো বছরেই ফসলের ক্ষেতে দেখা যায়। দিনে এরা তেমন থাকে না, কিন্তু সন্ধ্যা নামলেই ক্ষেতে নামিয়ে দেয় এদের তাণ্ডব। রাতারাতি সবুজ ক্ষেত সাদা হয়ে যায় পোকার কামড়ে। এরা সাধারণত মাটির নিচে বসবাস করে থাকে।কৃষকরা এই পোকার হাত থেকে ফসল রক্ষার জন্য নানা উপায় অবলম্বন করেন।
কেউ রাসায়নিক ওষুধ ব্যবহার করেন, আবার কেউ জৈব কীটনাশকের সাহায্যে প্রতিরোধের চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় বহু প্রচেষ্টার পরেও এই পোকা দমন করা সম্ভব হয় না। কিছু কৃষক আবার প্রাকৃতিক উপায়ে বিভিন্ন উপকরণ ব্যবহার করে পানি স্প্রে করে প্রতিরোধ করেন।তবে শুধু ওষুধ ব্যবহার করলেই সমাধান হয় না। প্রয়োজন ফসলের সঠিক যত্ন, নিয়মিত পর্যবেক্ষণ ও মাটির ভারসাম্য বজায় রাখা। কারেন্ট পোকার প্রকোপ কমাতে ক্ষেতের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখা এবং আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি।
প্রকৃতি যেমন দেয়, তেমনি নেয়ও। কৃষকের পরিশ্রম আর প্রকৃতির অনিশ্চয়তার মাঝে টিকে থাকতে হলে এ ধরনের শত্রুর বিরুদ্ধে সচেতনতা ও প্রস্তুতি সবচেয়ে বড় অস্ত্র। তাই কারেন্ট পোকার মতো অদৃশ্য শত্রুর মোকাবিলা করতে হলে, বিজ্ঞান ও অভিজ্ঞতা দুটোকেই সমানভাবে কাজে লাগাতে হবে।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness




