টিউটোরিয়াল পোস্ট: Discord A-Z টিউটোরিয়াল

in আমার বাংলা ব্লগ12 days ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ৮ ই মে ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে ডিসকোর্ড অ্যাপের যাবতীয় বিষয় নিয়ে টিউটোরিয়াল পোস্ট শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


Blue and White Illustrated Travel Banner Landscape_20240508_100841_0000.png
Canva

ডিসকোর্ড হলো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতোই অনলাইন কমিউনিকেশন প্লাটফর্ম।এই প্লাটফর্মের মধ্যে গ্ৰুফ, গ্যামিং কমিউনিটি, স্কুল স্টার্ডি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কানেক্ট হতে পারবেন।এই প্লাটফর্মের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদের সাথে যে কোন ধরনের ফাইল ট্রান্সফার, ভিডিও কল, অডিও কল, টেক্সট ইত্যাদি সেবা নিতে পারবেন। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রাণ কেন্দ্র হচ্ছে ডিসকোর্ড। এককথায় ডিসকোর্ড কে আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি অফিস বলা যেতে পারে। আমরা চাইলে আমার বাংলা ব্লগ কমিউনিটির যে কোন সদস্যের সাথে যে কোন সময় কথা বলতে পারছি। নিজের ব্যক্তিগত সুখ দুঃখের গল্প কমিউনিটির আরেকজন সদস্যের কাছে শেয়ার করতে পারছি।এটা আসলেই আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ভালো। আজকে আমার এই ডিসকোর্ড নিয়ে টিউটোরিয়াল পোস্ট করার মূল উদ্দেশ্য হলো, আমরা যারা নতুন সদস্য এই প্লাটফর্মের মধ্যে জয়েন করি, কিন্তু ডিসকোর্ড একাউন্ট খোলার নিয়ম জানি না। শুধু মাত্র তাদের সুবিধার্থে আমি এই টিউটোরিয়াল পোস্ট শেয়ার করলাম আপনাদের সাথে।

ধাপ-১:

আমরা যারা মোবাইল ব্যবহার করে থাকি তাঁরা সর্ব প্রথম তাদের মোবাইলের প্লে স্টোর থেকে ডিসকোর্ড অ্যাপটি ইনস্টল করে নিবো।আর যারা অ্যাপল ইউজার তারা অ্যাপল স্টোর থেকে ডিসকোর্ড অ্যাপটি ইনস্টল করে নিবো।

Screenshot_2024-05-08-10-31-30-252_com.android.vending-edit.jpg

ধাপ-২

ডিসকোর্ড অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটি ওপেন করবো।ওপেন করার পর আমরা একদম নিচের দিকে দেখতে পারবো। লগইন এবং রেজিস্ট্রেশন বাটন। আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো।

IMG_20240508_094302.jpg

ধাপ-৩

রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর নতুন একটি পেইজ ওপেন হবে।এই পেজের মধ্যে প্রথমে ফোন এবং ইমেইল এই দুটি অপশন থাকবে। আপনি চাইলে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে কাউন্ট্রি কোডে ক্লিক করে কাউন্ট্রো কোড বসিয়ে নিবেন।

Screenshot_2024-05-08-08-57-47-280_com.discord-edit.jpg

ধাপ-৪

আমি আপনাদের কে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা দেখাবো। এরপর আমি আমি আমার মোবাইল নাম্বার টি বসিয়ে নিলাম। এখন আমার মোবাইল নাম্বারের মধ্যে একটি কোড পাঠিয়ে দিবে কিছুক্ষণ এর মধ্যেই।

Screenshot_2024-05-08-08-59-40-115_com.discord-edit.jpg

ধাপ-৫

বেশ কয়েক সেকেন্ডের মধ্যেই আমার মোবাইল নাম্বারের মধ্যে একটি ছয় সংখ্যার কোড চলে আসে। এরপর আমি আমার কোডটি বসিয়ে নিলাম।

Screenshot_2024-05-08-10-49-30-318_com.google.android.apps.messaging-edit.jpg

Screenshot_2024-05-08-09-00-43-092_com.discord.jpg

ধাপ-৬

এরপর আরেকটি নতুন পেইজ ওপেন হবে।এই পেইজের মধ্যে একটি ডিসপ্লে নাম বসাতে বলবে। আপনি আপনার ইচ্ছা মত একটি নাম বসিয়ে নিবেন। আপনি চাইলে এই ধাপ টি স্কিপ করতে পারবেন।

Screenshot_2024-05-08-09-01-35-788_com.discord-edit.jpg

ধাপ-৭

এরপর আরেকটি নতুন পেইজ ওপেন হবে।এই পেইজের একদম উপরে একটি ইউনিক ইউজার নেম দিতে বলবে, আপনি আপনার মতো করে একটি ইউজার নেম বসিয়ে নিবেন।যদি আপনার ইউজার নেম টি অন্য আরেকজন মানুষের ইউজার নেমের সাথে মিলে যায় , তবে তাহলে আপনার ইউজার নেম টি ভুল দেখাবে।তাই সব সময় ইউনিক ইউজার নেম সিলেক্ট করতে হবে। এরপর নিচের দিকে পাসওয়ার্ড দিতে বলবে , আপনি আপনার মতো করে একটি আট ডিজিটের পাসওয়ার্ড বসিয়ে নিবেন।

Screenshot_2024-05-08-09-02-06-599_com.discord-edit.jpg

ধাপ-৮

এখন আরেকটি নতুন পেইজ ওপেন হবে।এই পেইজের মধ্যে জন্ম তারিখ দিতে বলবে। আপনি আপনার জন্ম তারিখ টি খুবই সুন্দর ভাবে বসিয়ে নিবেন। এরপর নিচের দিকে ক্রিয়েট একাউন্টের মধ্যে ক্লিক করে একাউন্ট টি ক্রিয়েট করে নিবেন।

Screenshot_2024-05-08-09-02-45-813_com.discord-edit.jpg

ধাপ-৯

এরপর আরেকটি নতুন পেইজ ওপেন হবে।এই পেইজের মধ্যে নিজের একটি প্রোফাইল পিকচার দিতে বলবে। আপনি আপনার পছন্দের একটি প্রোফাইল পিকচার লাগিয়ে দিবেন।আর আপনি চাইলে এই ধাপ টি স্কিপ করতে পারবেন।

Screenshot_2024-05-08-09-04-50-581_com.discord-edit.jpg

ধাপ-১০

এখন আমাদের একাউন্ট সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা একদম নিচের দিকে প্রোফাইল বাটনে ক্লিক করবো।

Screenshot_2024-05-08-09-05-23-674_com.discord-edit.jpg

ধাপ-১১

এরপর আমাদের সামনে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। আমরা একদম উপরের দিকে তাকালে দেখতে পারবো সেটিং এর চিহৃ। আমরা সেটিং এর চিহৃতে ক্লিক করবো।

Screenshot_2024-05-08-09-05-41-932_com.discord-edit.jpg

ধাপ-১২

এরপর নতুন পেইজ ওপেন হবে। আমরা একাউন্ট অপশনের মধ্যে ক্লিক করবো।

Screenshot_2024-05-08-09-06-06-969_com.discord-edit.jpg

ধাপ-১৩

এরপর আবার আরেকটা নতুন পেইজ ওপেন হবে। এই পেইজের মধ্যে enable authenticator app অপশনের মধ্যে ক্লিক করবো।

Screenshot_2024-05-08-09-06-29-533_com.discord-edit.jpg

ধাপ-১৪

এরপর আমাদের কে আমাদের একাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। আমরা আমাদের পাসওয়ার্ড টি দিয়ে দিবো।

Screenshot_2024-05-08-09-12-00-483_com.discord-edit.jpg

ধাপ-১৫

এরপর আমাদের কে গুগল অথেনটিকেটর অন করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলবে। আমরা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল অথেনটিকেটর লিখে সার্চ দিবো। এখন আমরা আমাদের পছন্দ মতো একটি গুগল অথেনটিকেটর অ্যাপ ইন্সটল করে দিবো।

Screenshot_2024-05-08-09-12-39-069_com.discord-edit.jpg

Screenshot_2024-05-08-09-13-22-156_com.android.vending-edit.jpg

ধাপ-১৬

এরপর আমরা আবারো ডিসকোর্ড অ্যাপের মধ্যে চলে আসবো। এরপর আমাদের কে গুগল অথেনটিকেটর অন করার জন্য একটি প্রাইভেট কী দিয়ে দিবে। আমরা প্রাইভেট কী টি কপি করে নিবো।এই কী টি আমরা যে কোন জায়গার মধ্যে সেভ করে রাখার চেষ্টা করবো।

Screenshot_2024-05-08-09-13-33-260_com.discord-edit.jpg

ধাপ-১৭

এরপর আমরা গুগল অথেনটিকেটর অ্যাপের মধ্যে প্রবেশ করবো। একদম নিচের দিকে তাকালে দেখতে পারবো একটি প্লাস চিহ্ন। আমরা প্লাস চিহ্নের উপরে ক্লিক করবো।

IMG_20240508_094750.jpg

ধাপ-১৮

এরপর আমাদের মাঝে নতুন একটি পেইজ ওপেন হবে। আমরা পেইজের enter a setup key এর উপর ক্লিক করবো।

IMG_20240508_094832.jpg

ধাপ-১৯

আবার নতুন একটি পেইজ ওপেন হবে। আমরা এই পেইজের উপরের দিকে তাকালে দেখতে পারবো একাউন্ট নেম। একাউন্ট নেমের মধ্যে ডিসকোর্ড লিখে দিবো। তারপর নিচের কী এর জায়গায় আমাদের কপি করা প্রাইভেট কী টি বসিয়ে দিবো। এখন আমরা এ্যাড বাটনে ক্লিক করে দিবো।

IMG_20240508_094652.jpg

ধাপ-২০

এখন আমাদের গুগল অথেনটিকেটর অন হয়ে যাবে। আমরা আমাদের কোডটি কপি করে নিবো।কপি করার জন্য ডিসকোর্ড বাটনে একবার ক্লিক করবো। একবার ক্লিক করলেই কপি হয়ে যাবে।

IMG_20240508_094545.jpg

ধাপ-২১

এখন আমরা কপি করা কোর্ড টি নিয়ে ডিসকোর্ড এর মধ্যে চলে আসবো। এরপর আমরা আমাদের কপি করা কোর্ড টি বসিয়ে নিবো। এরপর আমাদের গুগল অথেনটিকেটর অন হয়ে যাবে।

Screenshot_2024-05-08-09-36-40-961_com.discord.jpg

গুগল অথেনটিকেটর অ্যাপের মধ্যে স্ক্রিনশট নেয়া যায় না তাই আমি আরেকটি ফোনের মাধ্যমে ছবি তুলিয়ে আপনাদের মধ্যে উপস্থাপন করলাম।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

আমাদের কমিউনিটিতে যারা নতুন মেম্বার আসতেছে তাদের জন্য আপনার এই পোস্টটি অনেক বেশি হেল্পফুল হবে। তারা আপনার এই পোস্ট দেখে খুবই সহজেভাবে বাংলা ব্লগ এর অফিস তথা ডিসকর্ড এ জয়েন হতে পারবে। সুন্দর একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে Discord টিউটোরিয়াল পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই পোস্ট আমি মনে করি প্রত্যেক ইউজারের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। Discord রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি গুগল অথেন্টেকি সেট করা পর্যন্ত বেশ দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন। আসলে গুগল অথেন্টেকি সেট করা থাকলে কারো পক্ষে সহজে হ্যাক করা সম্ভব নয়। তাই আমি মনে করি প্রয়োজনীয় সবগুলো জায়গায় গুগল অথেন্টেকি সেট করা দরকার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66671.81
ETH 3087.26
USDT 1.00
SBD 3.68