আত্নীয় স্বজন আপ্যায়নের জন্য চিকেন নুডলস পাস্তা বেস্ট। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিকেন নুডলস পাস্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা চিকেন নুডলস পাস্তা টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন। দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।
একদম ঠিক বলেছেন এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি মজাদার ছিল।ধন্যবাদ আপনাকে।