"ব্ল্যাক এণ্ড হোয়াইট" ফোটোগ্রাফি
আজকে আমি আমার ফটোগ্রাফের সংগ্রহশালা থেকে কয়েকটি "ব্ল্যাক এণ্ড হোয়াইট" ফোটোগ্রাফি আপনাদের সামনে হাজির করেছি । আসলে আজকের ফটোগ্রাফির এই হাইটেক যুগে সাদা কালো ছবি একেবারেই যে অচল নয় তার একটা সফল ছোট্ট প্রয়াস, আমার আজকের এই ফটোগ্রাফ গুলি । রঙিন ফটোর জগতে সাদা কালোর এখন কদর কমেছে এ কথা যেমন সত্যি ঠিক তেমনি সাদা কালো ছবির যে একটা আলাদা প্রেজেনটেশন আছে এ কথাও অনস্বীকার্য ।
সাদা কালো ছবিতে কোনো রং নেই সত্য কিন্তু সাদা কালোর বিভিন্ন শেডের বৈচিত্র্রে রঙের সে অভাব পুষিয়ে দেয় । রঙিন ফটো চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে কোনো বস্তু বা দৃশ্যের জাগতিক বাস্তব রূপ । আর সাদা কালো ছবির বিভিন্ন শেড আমাদেরকে কল্পনা করতে শেখায় । একটা বাস্তব, আর একটা কল্পনা । আর বাস্তবের চাইতে কল্পনা তো হাজার গুনে ভালো হবেই ।
তো চলুন দেখে নেয়া যাক আমাদের আজকের সাদা-কালো (Black & White ) ফটোগ্রাফের কয়েকটি -
দারিদ্রতার কাছে হার মানেনি বয়স
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
সমুদ্র সৈকতে ক'জনা
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
নদীর ঘাটে বাঁধা দু'খানি ডিঙি নৌকো
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
রোদে শুকানো চলছে সারি সারি মেটে কলসি
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
শ্রান্ত ক্লান্ত কোনো এক পথিকের দ্বিচক্রযান এটি
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পাটকাঠির রাজ্যে
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পরিত্যক্ত বাড়ির খিড়কি দোর
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
নদীর ঘাটে বুড়ো শিব মন্দির
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
যখন বাইবো না মোর খেয়া তরী এই ঘাটে
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পথ কুকুর
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
টঙের উপরে বসে আছে এক গ্রাম্য লোক
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ইঁটের ফাঁকে বন্দী জীবন
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
সাদা কালোয় আকাশ
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
মানবতা আজ পথের ধুলায় মিশেছে । মনুষ্যত্ব আজ ভুলুন্ঠিত ।
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
সাদাকালো ছবিতে যে এত আকর্ষণ থাকে তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটি ছবি কিছু গুরুত্বপূর্ণ মিনিংস বহন করছে।এখানে কিছু গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য রয়েছে, গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য সবসময়ই আমার কাছে ভালো লাগে। বেশি ভালো লাগে নৌকা, নদী, আকাশ ও গাছপালা।
আপনার এই ফটোগ্রাফি টি আমার মনটা কেড়ে নিয়েছে, অসাধারণ।যদিও সবগুলো ফটোগ্রাফি চমৎকার। আপনার ফটোগ্রাফি সবসময়ই উপভোগ করার মতো।ভালো না লাগার কোন উপায় নেই।
একদম দাদা, এই জন্য আমার কাছে সাদা কালো ছবি বেশী ভালো লাগে। সাদা কালো ফটোগ্রাফির একটা কমিউনিটির সাথে বেশ জড়িয়ে গিয়েছিলাম।
সত্যি বলতে সাদা কালো ছবিতে বিষয়বস্তুটা একটু বেশী আকর্ষনীয় লাগে আমার দৃষ্টিতে, সেটা নিয়ে অনেক কিছু কল্পনা করা যায় যেটা রঙীন ফটোগ্রাফিতে সম্ভব না। শেষের দৃশ্যগুলো বেশী ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ
"আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে"
দারুন ফটোগ্রাফি করছেন দাদা। যেমন ফটোগ্রাফি হয়েছে তেমনি তার অসম্ভব সুন্দর নাম দিয়েছেন। ফটোগ্রাফিটি দেখে সেই গানটির কথাই মনে পড়ে যাচ্ছে। বাদলা দিনের দারুন একটি ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। বৃষ্টি ঝরে পড়ার অপরূপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে নতুন রূপে তুলে ধরেছেন। অসম্ভব সুন্দর হয়েছে এই ফটোগ্রাফিটি। আপনার ফটোগ্রাফিক দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ দাদা দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
দাদা আপনার ফটোগ্রাফীর লেভেল এক অন্য পর্যায়ে রয়েছে। দাদা এই ফটোগ্রাফি গুলোর প্রশংসা যত করবো ততই কম হবে। আপনার এই ফটোগ্রাফি গুলো থেকে অনেক কিছু শিখার আছে। আপনি ফটোগ্রাফির টাইমিংটা অনেক ভালোভাবে বুঝতে পারেন। আপনার ফটোগ্রাফি গুলোর কম্পোজিশন এবং ফোকাস পয়েন্ট অনেক ভালো। আপনার প্রত্যেকটি পোস্ট থেকে নতুন নতুন জিনিস শিখতে পারি। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে প্রত্যেকটি শিক্ষণীয় এবং চমৎকার পোস্ট গুলো শেয়ার করার জন্য।
দাদা, আপনার প্রত্যেকটা সাদাকালো ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে।সত্যি কথা দাদা, সাদা কালো ফটোগ্রাফি গুলো কল্পনা করতে শেখায়। রঙ্গিন ফটোগ্রাফির জগতে সাদাকালো ফটোগ্রাফি কদর কমেছে কিন্তু সাদাকালো ফটোগ্রাফি মধ্যে একটা আলাদা আকর্ষণ থেকেই যায়। দাদা,সাদা কালো প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। তবে ফটোগ্রাফির মধ্যে প্রথমের ফটোগ্রাফি টা আমার খুবই ভালো লেগেছে।
দরিদ্রতার কাছে বয়স কখনো হার মানে না সত্যি দাদা।
ধন্যবাদ দাদা।
দাদা আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে ফটোগ্রাফি কে প্রফেশন হিসেবে নিলেও আপনার কাজের অভাব হতো না। আপনার কথা অনুসারেই বলতে হয় সাদাকালোর আলাদা একটা চাহিদা আছে। তাই বড় বড় প্রদর্শনী গুলোতে সবসময়ই সাদাকালো ছবির সমাহার দেখা যায়। দেখার চোখ থাকলে আর ধারন করার মত যোগ্যতা থাকলে যে কোন জায়গা থেকেই ভালো কিছু বের করা যায়। আপনার এবারের ছবিগুলো একটা থেকে আরেকটা সুন্দর তাই কোনটা বেশি ভালো লেগেছে তা আর বললাম না। ধন্যবাদ আপনাকে
দাদা আমাদের জীবনটাই তো সাদাকালো, যদিও রঙিন জগতে হাবুডুবু খাচ্ছি, আদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ সাদাকালোর মাজেই কেটে যাচ্ছে। রোঙ্গিন যা এসেছে সবকিছুইতো ক্ষণিকের জন্য। সত্যি দাদা আপনার ফটোগ্রাফি গুলো অনেক গভীর কল্পনাতে নিয়ে গেছে। শৈশবে নিয়ে গেছে, যদিও ছবিগুলো তোলা ছিল ২০১৭ সালে কিন্তু ছবির কথাগুলো বলছে 2000 এর আগে। মাথায় বোঝা নিয়ে ছাতা দিয়েই মহিলার খালের পাড়ে মেঠোপথ হাঁটছে এটা আমাদের আমার শৈশবের, এটা মত কেটেছে মাঠে-ঘাটে ধুলোয় কাদায়। টংয়ে বসে আছে একটি লোক আমার মনে হয় যেন আমি এখন আমাদের খালের পাড়ে টং এর উপরে বসে আছি। এবং খরকুটর ঘরের থেকে যে পানি পড়ছে হচ্ছে আমার ছোটবেলার আমাদের সেই ছোট্ট ঘরের খড়ের পানি ঝরছে, খুবই ভালো লাগলো দাদা। আপনার ফটোগ্রাফি গুলো হৃদয় ছুঁয়ে গেছে। আপনি যেমন আমাদের চোখের মনি, তেমনি আপনার পোস্টগুলো আপনি আমাদের মাঝে সে ভাবে উপস্থাপন করেন। ভালোবাসা অবিরাম দাদা।
আপনার ছবি তোলার হাত যে অসাধারণ তো আর নতুন করে বলার কিছু নেই। আপনার প্রতিটি ছবি এত সুন্দর হয়েছে যে কি বলব। সাদাকালো ছবি যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। আপনার প্রতিটি ফটোগ্রাফির নীচে আপনি এতো সুন্দর করে বর্ণনা লিখেছেন যেগুলো পড়ে খুব ভালো লাগলো। এক একটি ছবির সৌন্দর্য যেন এক এক রকম সুন্দর। আলাদা করে কোন ছবি সুন্দর বলার কিছু নেই।ধন্যবাদ দাদা এত সুন্দর সাদা কালো ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
দাদা প্রত্যেকটা ফটোগ্রফি জাস্ট অসাধারণ হয়েছে। পরিত্যক্ত বাড়িতে মনে হচ্ছে কোন ভূত প্রেতাত্মার বসতি।আর সারিতে রাখা কলসি গুলোতো আরো অসাধারণ হয়েছে। দাদা মনে হচ্ছে ২০১৭ সালেই বেশি ঘোরাঘুরি করেছেন🤗
প্রত্যেকটি ছবি এক একটি জীবনের পরিপূর্ণ অর্থবহন করে।এক একজনের জীবনের বাস্তবতার ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে এই সাদা-কালো ছবিগুলোতে।পূর্বে এই ছবিগুলো খুবই জনপ্রিয় ছিল।এতে ছিল সত্যিকারের বাস্তবতার রূপ,কিন্তু বর্তমানে রঙিন জগতে অধিকাংশ ছবিই মিথ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়।পূর্বের মুভিগুলো ও সাদা-কালো কিন্তু সেগুলো এখনো মানুষের মনে জ্বলজ্বল করে কিছু শেখানোর।
প্রত্যেকটি ছবিই অসাধারণ ও মনমুগ্ধকর।একদম বাঁধিয়ে রাখার মতো।এই ছবিগুলোতে আলাদা একটা বিশেষত্ব লুকিয়ে থাকে।যা আমার কাছে খুবই ভালো লাগে।নদী,মানুষ, পশু- পাখি,মেটে জিনিস, ইট-পাথর এবং ক্ষুধার্ত মানুষের জীবন যাপন ও এক বৃদ্ধা নারীর সংগ্রাম সবই স্পষ্ট করে দেয় এই অপরুপ ছবিগুলোতে।অনেক ধন্যবাদ দাদা।