"আমার বাংলা ব্লগ" -এর অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর ঘোষণা (Announcement of official charity account of Amar Bangla Blog)

in আমার বাংলা ব্লগ3 years ago

Untitled.png

আমাদের কমিউনিটির একজন ব্লগার @emranhasan আজ আমাদের অবগত করলেন যে ১২ দিন পূর্বে ওনার পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে প্রচন্ড শ্বাসকষ্ট, নিউমোনিয়া আর রক্তে সংক্রমণ নিয়ে । জন্মের পর থেকে হসপিটালের NCU তে চিকিৎসাধীন । বর্তমানে হসপিটালের খরচ আকাশচুম্বী,
ওনার একার পক্ষে বহন করা অসম্ভব হয়ে উঠছে । তো, আমাদের কমিউনিটির একজন সদস্য হিসাবে উনি আমাদের কমুনিটির থেকে কিছুটা সাহায্য পেতেই পারেন, সেটাই স্বাভাবিক । ভবিষ্যতে, এই ধরণের আরো কিছু চ্যারিটি কর্মকান্ডে যাতে আমরা সবাই সামিল হতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের একটা চ্যারিটি ফান্ড নিতান্তই দরকার । আজ, সেই কারণেই আমি আমাদের কমিউনিটির একটা স্টিমিট চ্যারিটি একাউন্ট খুলেছি ।

চ্যারিটি একাউন্ট : @abb-charity

একাউন্টের কর্মপদ্ধতি :

১. @abb-charity একাউন্টটি এক্সেস করার ক্ষমতা শুধুমাত্র @rme আর @blacks এর আছে ।
২. একাউন্টটির কোনো ফান্ড চ্যারিটি ছাড়া কোনো অবস্থাতেই অন্য কোনো একাউন্ট এ ট্রান্সফারেবল নয় , এমনকি কমিউনিটি'র অ্যাডমিন এর একাউন্ট ও নয় ।
৩. শুধুমাত্র verified fundraising প্রজেক্টে ছাড়া আর কোথাও ফান্ড ট্রান্সফার করা যাবে না ।
৪. যে কোনো ডোনেশন এর ৫০% steem পাওয়ার হিসাবে @abb-charity একাউন্টে ট্রান্সফার করা হবে । বাকি ৫০% steem ট্রান্সফার করা হবে @abb-charity সেভিংস একাউন্টে ।
৫. যে কোনো fundraising পোস্ট অবশ্যই ১০০% post payout beneficiary হিসাবে @abb-charity কে নির্বাচন করতে হবে । অন্যথায়, চ্যারিটি ফান্ড থেকে কোনো রকম ফান্ড ট্রান্সফার পসিবল হবে না ।
৬. চ্যারিটি ফান্ড শুধুমাত্র ডোনেশন হিসাবে steem একসেপ্ট করতে পারবে । fundraiser কেও শুধুমাত্র steem ট্রান্সফার করতে পারবে ।
৭. @abb-charity র বাড়তি ইনকামের জন্য "amarbanglablog" curation ট্রেইল কে ফলো করতে পারবে ।
৮. @abb-charity র curation reward এর ৫০% একাউন্টে পাওয়ার হিসাবে রেখে বাকি ৫০% পাওয়ার ডাউন করা হবে । লিকুইডেশনের পরে steem সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করা হবে ।
৯. শুধুমাত্র verified ফান্ডরাইসিং ইভেন্ট ছাড়া কোনো সাধারণ ব্যক্তিবর্গ কে কোনো অবস্থাতেই কোনো ডোনেশন দিতে পারবেন না এই চ্যারিটি একাউন্ট ।
১০. চ্যারিটি ফান্ড থেকে কাউকে কোনো অবস্থাতেই steem ধার, বা ডেলিগেশন দেয়া যাবে না ।

কি ভাবে চ্যারিটি ফান্ডে ডোনেট করবেন

১. চ্যারিটি ফান্ড শুধুমাত্র steem ডোনেশন হিসাবে একসেপ্ট করে, তাই আপনারা শুধু steem-ই ডোনেট করতে পারবেন । সর্বনিম্ন ডোনেশন এর পরিমান ১ steem , সর্বোচ্চ পরিমান : আনলিমিটেড । ডোনেশনটি অবশ্যই @abb-charity একাউন্ট এ করবেন ।
২. সরাসরি steem ডোনেট না করেও আপনারা ডোনেশন করতে পারবেন । সে জন্য পোস্ট করার সময় "Reward Advanced Settings" এ ক্লিক করবেন প্রথমে , একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, "add account" এ ক্লিক করে স্টিমিট ID র ঘরে দেবেন @abb-charity আর beneficiary percentage এর ঘরে দেবেন যত পার্সেন্ট আপনি আপনার পোস্ট রিওয়ার্ড @abb-charity এর ওয়ালেটে দেবেন সেটা । নিচের ছবি দুটি ভালো করে লক্ষ করুন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে ।

Untitled2.png

Untitled.png

কি ভাবে চ্যারিটি ফান্ড থেকে ডোনেশন নেবেন

১. প্রথমে আমাদের কমিউনিটি-তে একটা fundraising পোস্ট করবেন । সেখানে যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা করবেন কেন আপনার ডোনেশন লাগবে, কী উদ্দেশ্যে ডোনেশনটি ব্যবহার করবেন ।
২. পোস্টটির ট্যাগ অবশ্যই "charity abb-charity amarbanglablog fundraising" এই গুলি হবে । নতুবা, পোস্টটি ভেরিফাইড fundraising পোস্ট হিসাবে গণ্য হবে না ।
৩. আপনার fundraising পোস্টে যতটা সম্ভব ডোনেশন campaign সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, ফোটোগ্রাফস, ভিডিও শেয়ার করতে হবে । মনে রাখবেন আপনি যতটা ভালোভাবে আপনার ডোনেশন এর ব্যাপারটা আমাদের কাছে উপস্থাপন করতে পারবেন তত দ্রুত আপনার ডোনেশন approved হবে ।
৪. সর্বশেষ আপনার desired ডোনেশন এমাউন্টটা অবশ্যই উল্লেখ করবেন ।

◁ ধন্যবাদ ▷

↜ মানুষ মানুষের জন্য ↝

Sort:  
Loading...
 3 years ago (edited)

এই মহৎ উদ্যোগ অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই।
আমি @abb-charity তে সহযোগীতার জন্য আবেদন করছি।

IMG_20210719_230325.jpg

https://steemit.com/hive-129948/@emranhasan/nicu-or-or-i-am-applying-for-help-from-amar-bangla-charity

 3 years ago 

খুবই চমৎকার একটি উদ্যোগ।

 3 years ago (edited)

Screenshot_20210726-233852_Chrome.jpg
ভালো কাজের সঙ্গে থাকতে পারাটা আসলেই গর্বের। যদিও আমার ব্যালেন্স খুব বেশি ছিল না । যাইহোক আমার ক্ষুদ্র প্রয়াস।

 3 years ago 

আপনার ডোনেশনের জন্য অনেক ধন্যবাদ :)

 3 years ago 

মানুষ মানুষের জন্য, মানবতা সহমর্মিতা সকলের জন্য। চমৎকার এই উদ্যোগে সাথে-আমরা আছি পাশে।

 3 years ago 

আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

সৃষ্টির প্রতি সহমর্মিতা মানেই স্রষ্টার প্রতি প্রকাশ্য আনুগত্য বলে আমি মনে করি।
প্রসংশনীয় একটি মহৎ উদ্যোগ।
মহান আল্লাহ আমাদের কে অংশগ্রহণের তাওফিক দান করুন। আমিন

 3 years ago 

খুবই সুন্দর এবং চমৎকার একটি উদ্যোগ।চমৎকার উদ্যোগের পাশে থাকবো ইনশাআল্লাহ

 3 years ago 

আসলেই এটি একটি মহৎ উদ্যোগ। সব সময় ভালো কাজের সাথে নিজেকে জড়িত রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি সর্বদাই ভালোর সাথে আলোর পথে থাকবো।

 3 years ago 

আপনার ডোনেশনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে:)

 3 years ago 

ভবিষ্যতেও সাধ্যমতো চেষ্টা করে যাবো ভাইয়া।

 3 years ago (edited)

অসাধারণ একটি উদ্যোগ দাদা।নিশ্চয়ই পাশে থাকার চেষ্টা করবো।

 3 years ago 

আমাদের ডোনেশন ফান্ডে আপনার এই দানের জন্য আমরা কৃতজ্ঞ ।

 3 years ago 

দাদা, এটা তো আমার কর্তব্য ছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দাদা...❤️ এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য ...এই পোস্টটি থেকে অনেকে উপকৃত হবেন।।।
শুভ কামনা রইল দাদা...❤️❤️🥰🥰🌷🌷

এটি সত্যিই খুব ভাল উদ্যোগ পাশে আছি সবসময়

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.11
JST 0.034
BTC 66361.53
ETH 3253.14
USDT 1.00
SBD 4.43