DIY - এসো নিজে করি : প্লে ডো দিয়ে "হীরামন তোতার" মডেল তৈরী (Creating Cartoon Model of "Hiramon Parrot" Using Play Doh)
শুরুতেই বলি আজকের প্লে ডো'টা একেবারেই বাজে কোয়ালিটির । খুবই নরম, এতো নরম যে কোনোভাবেই মডেলটা খাড়া করতে পারিনি , অনেকগুলি টুথপিক গুঁজেও না । একদিন রোদে দেয়া লাগবে না হলে এ দিয়ে আর কোনো মডেল তৈরী করা পসিবল হবে না । আগের বার যখন "লাজুক খ্যাঁকের" মডেলটি যে প্লে ডো দিয়ে তৈরী করেছিলাম সেগুলিকে খুবই ভালো মানের মনে হয়েছিল । দুঃখের বিষয় সেইদিনই টিনটিনবাবু সব গুলি কৌটো নষ্ট করে ফেলেছিলো । তাই এগুলো নতুন করে তনুজা আমাজন এ অর্ডার দিয়েছিলো । কিন্তু এগুলোর কোয়ালিটি একেবারেই বাজে মনে হয়েছে আমার কাছে । কি আর করা এই দিয়ে কাজ সেরেছি আজকে । তাই মডেলটি খুব একটা ভালো দেখতে হয়নি, একেবারে ট্যারা ব্যাঁকা ।
আমাদের এবারের মডেলটি হলো রূপকথার "হীরামন তোতা" । বাস্তবের তোতা পাখির সাথে এর মিল খুঁজতে যাবেন না কিন্তু আগেই বলে দিলাম । পাখির মডেলটি আরো ভালোভাবে বানাতে পারতাম কিন্তু প্লে ডোর নিম্ন মানের হওয়ার কারণে সেটা আর সম্ভবপর হলো না ।
তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মিশন । কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু ।
স্টেপ-০১
অনেকগুলি কালারের প্লে ডোর কৌটো, সাথে চিরুনি, পেন্সিল আর টুথপিক নিয়ে গুছিয়ে বসে পড়লাম
স্টেপ-০২
একটা পাখির মোটামুটি বডির shape তৈরী করলাম হলুদ রঙের প্লে ডো দিয়ে
স্টেপ-০৩
বেগুনি কালারের পাখির মুন্ডু তৈরী করলাম
স্টেপ-০৪
গোলাপি রঙের ঠোঁট তৈরী করলাম আর লাল রঙের চোখ, সবুজ মণি
স্টেপ-০৫
হীরামনের মাথার সাথে শরীর জুড়ে দিলাম টুথ পিকের সাহায্যে
স্টেপ-০৬
সবুজ রঙের দুটি পাখনা তৈরী করলাম
স্টেপ-০৭
পাখনা দুটিতে পালক যোগ করলাম চিরুনির সাহায্যে
স্টেপ-০৮
গোলাপি রঙের ছোট্ট একটা লেজ জুড়ে দিলাম
স্টেপ-০৯
এক এক করে দুটি ডানাই হীরামনের পিঠে জুড়ে দিলাম
স্টেপ-১০
এক হাত দিয়ে ধরে হীরামনের একটি ছবি নিলাম , পরে বোর্ডে শুইয়ে দিয়ে আর একটা । প্লে ডো এতো নরম যে বেশিক্ষন হাতে ধরে রাখতে পারলাম না, ট্যাড়া ব্যাঁকা হয়ে যাচ্ছিলো মডেলটি
আহা কি সুন্দর তোতা, আচ্ছা এই তোতা কি কথা বলতে পারে? এই তোতা কি উড়তে পারবে? হি হি হি
আমার পছন্দ হয়েছে, কথা বলতে পারলে ওর সাথে বন্ধুত্ব করা যাবে। খুব সুন্দর হয়েছে দাদা, ভালো লেগেছে। ধন্যবাদ
দাদা হীরামন তোতা তো ভালোই হয়েছে।বাঁকা ত্যাড়া তো বোঝা যাচ্ছে না।প্লে ডো ভালো হলে নাজানি আরো কত সুন্দর হতো।আমার কাছে কিন্তু ভালোই লাগছে।ধন্যবাদ আপনাকে দাদা আমাদের সাথে ভাগ করার জন্য।
প্লে ডো দিয়ে আপনার তৈরি প্রতিটা জিনিসই দৃষ্টিনন্দন। হীরামন তোতার মডেলটা সুন্দর তৈরি করেছেন। দেখে ভালো লাগছে।
টিনটিনের প্লে ডো দাদার খুবই পছন্দ তা বোঝা যাচ্ছে। দাদা এবার পান্ডা বানান 😁
প্লেডো দিয়ে আপনি প্রায় সব কিছুই তৈরি করে ফেলেছেন।সবগুলো জিনিস খুব সুন্দর হইছিলো, প্লিডো দিয়ে তৈরি করা মাছটা এখনো আমার চেখে চোখে ভাসে।
আশা করছি প্লেডো দিয়ে আরো অনেক কিছু তৈরি করে আমাদের দেখবেন।
💝💝
মাটি দিয়ে এত সুন্দর করে আপনি এই পাখিটি তৈরি আমি দেখে সত্যি অনেক অবাক হলাম। তার চেয়ে বড় কথা হলো আপনি পাখিটি বানানোর প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে।
ওয়াও কি সৃজনশীল ছবি এত আকর্ষণীয়...
অনন্যসাধারণ প্রতিভা দেখিয়েছেন আজকে দাদা। আজকের হিরামন তোতা-টি আগের সবগুলোর চেয়ে অনেক সুন্দর হয়েছে। আপনার ছেলে মনে হয় খুব ইনজয় করছে আপনার সাথে।
প্লেডো দিয়ে হিরামন তোতার মডেল তৈরি খুবই সুন্দর হয়েছে দাদা। দাদা আমি অনেক সুন্দর সুন্দর পাখি আর্ট করতে পারি। কিন্তু প্লেডো দিয়ে কোন দিন কোনো কিছু তৈরি করা হয় নাই। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা তো দেখছি খুবই এক্সপার্ট আর্টিস্ট , পরবর্তীতে আমিও চেষ্টা করব প্লেডো দিয়ে কোনো কিছু তৈরি করতে। আমার ঘরে সবসময়ই এগুলো চলে, দেখুন কিছু নমুনা।