অলস সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20210831_185824.jpg

অনেকদিন পরে আজ বাড়িতে সন্ধ্যাটা কাটালাম একেবারে অলস ভাবে । বাড়িতে যখন থাকি প্রতিটা সন্ধ্যা আমার কাটে খুবই ব্যস্তভাবে । জাস্ট, সন্ধ্যার জলখাবারের সময় ছোট্ট একটা ব্রেক নিই । আমি চা-কফি কিছুই খাই না, তাই সন্ধ্যার জলখাবারে থাকে গরমাগরম স্যুপ । কোনোদিন কর্ন থাই সূপ, কোনোদিন চিকেন স্যুপ আবার কোনোদিন থিক টমেটো স্যুপ । আজকে ছিল চিকেন স্যুপ । আর জলখাবার হিসাবে কোনোদিন খাই KFC, পিজ্জা বা চিকেন fry আবার কোনোদিন পুরো দেশি খাবার - ডালপুরি, সিঙাড়া, আলুর চপ, চিংড়ির চপ, চিকেন পকোড়া ।

আজকে ছিল স্পেশ্যাল দুটি আইটেম - আমার খুবই প্রিয় : চিকেন পপ আর প্রন বল । chicken pop গুলি আজ ভালোই হয়েছিল কিন্তু spicy ছিল না মোটেও । আমি ঝাল খাই প্রচুর, লঙ্কা আমার প্রাণ । কিন্তু prawn ball গুলি বেশ spicy ছিল , আমার কাছে দারুন লেগেছিলো । আমার জানা নেই আর কেউ chicken pop বা prawn ball spicy খায় কি না । আমরা কিন্তু খাই ।যাই হোক এক চুমুক স্যুপ, এক বাইট চিকেন পপ বা প্রন বল দারুন লাগছিলো । সাথে টিভি তে চলছিল রবীন্দ্র সংগীত । একদম রিলাক্সড মুড । দারুন এনজয় করলাম সন্ধ্যাটা ।

IMG_20210831_185836.jpg

সন্ধ্যা কাটানোর মুহূর্তে কিছু কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করছিলাম । আমার upcoming নিউ বিজনেস, আমার বাংলা ব্লগ, শাই ফক্স এবং লেজি পান্ডা এই সব নিয়ে চিন্তা করছিলাম সাথে ছিল গাড়ির চিন্তা । কাল নিউ কার টেস্ট ড্রাইভ বুক করেছি । Kia Carnival । পরশু আরো একটি । পরপর ৫ দিন পাঁচটা car টেস্ট ড্রাইভ বুক করেছি । এই বার ভেবেচিন্তে বেছে নেব একটাকে ।

সেইদিন আমি যে কি বিপদে পড়েছিলাম car breakdown হওয়াতে তা আর বলার অপেক্ষা রাখে না । তনুজা তো সেই সমানে রাগ করেই যাচ্ছে । কিন্তু ইলেকট্রনিক জিনিসে কি আর করা । মাত্র ৬ মাসে প্রব্লেম হলো সেটাই আশ্চর্যের । এই সব অত্যাধুনিক লাক্সারি car গুলির যে মানের ড্রাইভার দরকার সেটা আমাদের লোক্যালিটি তে নেই । আমার ড্রাইভার পুরোই আন্দাজে ড্রাইভ করে সেইদিন স্বীকার করেছে । গরিব মানুষ বেচারা তাই আমি ছাঁটাই করিনি তাকে । নেক্সট কারে ওকে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে ।

যাই হোক, এটাই ছিল আমার "অলস সন্ধ্যা" উদযাপন :)

Sort:  
 3 years ago 

অলস সন্ধ্যায় আপনি ভালোই সময় কাটিয়েছেন দাদা।খাবারগুলি বেশ জমজমাট ছিল সেই সঙ্গে আপনার পরিকল্পনাগুলি ও।আমি ও খুব ঝাল খেতে পছন্দ করি।ধন্যবাদ দাদা।আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

খেয়ে খেয়ে ভাই আমার মোটামুটি থাকছে বুঝতে পারলাম। তবে কারের বিষয়টিতে এবার থেকে একটু ভালোই সর্তক থাকা উচিত ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সময় গুলো খুব ব্যস্ততায় কাটে তবে আজকে অনেকটা অলস সময় কাটিয়েছেন। আসলে মাঝে মাঝে এরকম অনেক সময় কাটানো উচিত। একটানা কাজ করতে থাকলে আমরা অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে যেতে পারি তাই মাঝে মাঝে একটু বিশ্রাম এবং শাস্তি দরকার আছে। এবার একটু ভালো ভাবে দেখেশুনে নিবেন যাতে করে ভবিষ্যতে এরকম ভোগান্তিতে আর না পড়তে হয়। ড্রাইভার বেচারাকে মাফ করে দিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং একটি ভালো অভ্যাস চা না খাওয়া সেটি আমিও ফলো করি। ধন্যবাদ দাদা

Woooooow. Nice dish

 3 years ago 

দাদা " অলস সন্ধ্যা " টা আপনার ভালই কেটেছে।অনেক ভালো হয়েছে দাদা।💖

 3 years ago 

দাদা আপনি এত ঝাল কি করে খান ! আমি তো শুনেই অবাক 🙄🙄🙄🤔 আমার খাবারে ঝাল আর মসলা একটু বেশি হলেই পরপর দুইদিন মোটামুটি আমাকে শুধু যাওয়া-আসার উপরেই থাকতে হয় 😂😭।

 3 years ago 

দাদা আপনি যে কত বড় মনের মানুষ তা আমরা সবসময়ই দেখতে পাচ্ছি, আসলে আপনি খুব বড় একটি কাজ করেছেন, ড্রাইভারকে মাফ করে দিয়েছেন।

আপনার খাবারগুলো খুবই লোভনীয় লাগছে, আমিও ঝাল খুব পছন্দ করি, ধন্যবাদ আপনার অলস সময় টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক ব্যস্ততম মানুষ, সবসময় কাজ নিয়ে পড়ে থাকেন, তবে মাঝে মাঝে এরকম অলস সময় কাটাবেন তাহলে মনটা অনেক ফ্রেস থাকবে। সব সময় কাজে থাকলে মনের মধ্যে একটা অশান্তি থেকে যায় মাঝে মাঝে এরকম সময় কাটালে আপনার মন ভালো থাকবে এবং পরবর্তীতে কাজের প্রতি মন অনেক ভালো বসবে। আপনার জন্য শুভকামনা রইল, দাদা।।

মাথায় ছিল upcoming Businesses এর চিন্তা। তার পরও যদি এটা অলস সন্ধ্যা মনে করি তাহলে ব্যস্ত সন্ধ্যা কোনটি হবে, বুঝতে পারিনা। একটু পেটুক পেটুক মনে হচ্ছেই। লেখার ধরনটি বেশ ভাল ছিল। সবসময় স্বাগতম আপনাকে।

 3 years ago 

আপনি খুব ব্যস্ত চাকরি, আমি নিশ্চিত আপনার উৎসাহ অসাধারণ, প্রত্যেকেরই এই অলসতা নিশ্চিতভাবে আছে, কারণ অলসতার সাথে এটি বিদ্যমান বোঝাও দূর করতে পারে,

আত্মা রাখুন ভাই, আশা করি আমরা একসাথে সফল হব।

ধন্যবাদ