আবারো এসে গেলুম আরো একটি NFT আর্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার আজকের NFT আর্টটিও ঠিক পূর্বদিনের মতনই একটি সূর্যোদয়ের ডিজিটাল আর্ট ।
এক পাহাড়ি উপত্যকায় সূর্যোদয় হচ্ছে, একজন অভিযাত্রী সেই মনোরম সূর্যোদয় অবলোকন করছে । দূরে, ওই অনুচ্চ পাহাড়চূড়ো দেখা যাচ্ছে । আর সেই সব পাহাড়চূড়োর উপর দিয়ে উপতক্যার দিগন্তরেখায় উঁকি দিচ্ছে ভোরের সূর্য তার অপরূপ শোভা ছড়িয়ে ।
magical sunrise in vibrant colors

কলিঙ্গসেনাদের সাহসের কথা শুনে আমি বিস্মিত। ছোট একটি দেশ এক বছর পর্যন্ত যুদ্ধ পরিচালনা করে ছে। যদিও তারা হেরেছে তবে তারা প্রশংসা পেয়েছে। সম্রাট অশোক এক বছর পর্যন্ত অপেক্ষা করেছে। যার ফলে জয় পেয়েছে। এই ব্লগটি পড়ে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদদাদা।