দাদা আপনার এই ছোট্ট একটা কবিতা তে আমার মনে হচ্ছে আপনি বিশাল এক গল্পের সূচনা থেকে ইতি পর্যন্ত টেনেছেন। আমি সত্যিই অবাক হচ্ছি এই ভেবে প্রতিটা লাইনের গভীরতা অনেক বেশি।
ওরাও চায় স্নিগ্ধ হাওয়া
আর একটু বিশ্বাসের শীতল পরশ>>>
আমি আপনার কবিতার দুটি লাইন নিলাম। আপনার কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে আছে হাজার গল্প। সত্যি দাদা গ্রামের মানুষগুলো চাই মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে। মুক্ত বাতাসে ঘুরে বেড়িয়ে কাজ করায় তাদের আনন্দ সীমাহীন। আর সবচেয়ে বড় কথা হল গ্রামের মানুষগুলো একটু সহজ সরল হয়। তারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে এবং অনেক বেশি ভালোবেসে। এবং কি তারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে। দাদা এত সুন্দর একটি কবিতা উপহার পেয়ে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আরো বেড়ে গেল। ভালোবাসা অবিরাম দাদা।