RE: সেকাল-একাল || মাঠে-ঘাটে || ছোটবেলার স্মৃতি।
সত্যিই মজাদার ছিল ছোটবেলার দিনগুলো। যে দিন গুলোতে আমরা সারাক্ষণ খেলাধুলা নিয়ে মেতে থাকতাম। যখন ধান কাটা হত তখন আমরা গানের খড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতাম তার মধ্যে অন্যতম হলো লুকোচুরি। আর ধানক্ষেত একটু পানি শুকালে আমরা গোল্লাছুট খেলতাম। যখন একবারে শুকিয়ে যেত তখন ক্রিকেট খেলার জন্য ক্রিজ কাটতাম। আমার খুব স্পষ্ট মনে আছে এটটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমাদের প্রথম ম্যাচ ছিল যেই দিন মাঠে গিয়ে দেখি মাঠে হাল চাষ করেপেলছে। কি আর করব খুবই বিপদজনক অবস্থা হয়ে গেল নানান জনের নানান কথা পোলাপানের তো যা ইচ্ছে তাই মাঠ নেই ম্যাছ ছাড়ছে। আরো কত কি ছোটবেলার স্মৃতিগুলো ভুলার মত নয়। আপনার ছোটবেলার স্মৃতি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং করে অনেক আনন্দ পেয়েছি। অনেক ভাল লেগেছে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।