You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৪ || গ্রীস্মকালীন ফলের গল্প ~আম চুরি ~ [10% @𝖘𝖍𝖞-𝖋𝖔𝖝 🦊]

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া কনটেস্ট এর আয়োজন করেছেন নাকি সবার গোপন তথ্য ফাঁস করার ব্যবস্থা করেছেন। এজন্যই তো বলে বাঙালি কেন এমন। আসলে সত্যি বলতে ভাইয়া আম খাওয়ার চেয়ে আম কুড়ানোর মজাটাই ছিল আলাদা। তবে আপনার আনন্দ অনুভূতি গুলো কিছুটা আন্দাজ করতে পারছি। যে বেড়াতে গিয়েছেন আনন্দের সীমায় ছিল না। আর আমাদের সাথে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন পড়ে খুবই আনন্দ পেলাম এবং আপনার বেড়ানোটা সার্থক হয়েছে। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Sort:  
 4 years ago 

ভাইয়া কনটেস্ট এর আয়োজন করেছেন নাকি সবার গোপন তথ্য ফাঁস করার ব্যবস্থা করেছেন……

ঠিক ঠিক, তবে লাইফে একটু একটু ইনজয় করতে হয়।