You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০২

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনি যেভাবে গল্প গুলো লিখে একজন রিয়েল কবি বা সাহিত্যে মতোই। আর আপনি ঠিকই বলেছেন আমরা অনেক স্বপ্ন দেখি যা অনেক সময় এক বিন্দুও মনে থাকে না। আবার কিছু সময় ফাইভ পার্সেন্ট থেকে ২% শতাংশ পর্যন্ত মনে থাকে। আর মানুষের ঘুম দুটি প্রকার দেখিয়েছেন, এতে আমি একমত। মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত থাকে তখন মানবদেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নেয়। কিন্তু ব্রেন হৃদস্পন্দন এবং কিডনির রক্তসঞ্চালন এবং হার্টের রক্তসঞ্চালন চলতে থাকে। তবে কাজ করার অঙ্গ-প্রত্যঙ্গ সবগুলো শিথিল থাকে। ব্রেণে থাকা স্মৃতি গুলো মনের মধ্যে ঘুরপাক খায়। আমি যদি আপনার পুরো পোস্টের ব্যাখ্যা করতে যাই পারবো না । তবে আপনি যে মন্দিরের গল্প টা দেখেছেন এবং সেটা সম্পূর্ণ বাস্তব এটা আমি বিশ্বাস করি। কারণ জীবনে অনেক স্বপ্ন দেখেছি, এদিকে স্বপ্ন দেখি ঘুম থেকে উঠে দেখি বাস্তব, যা কাউকে বিশ্বাস করানো যায় না। আমার কিছু কিছু স্বপ্ন আছে যা আমি আজ পর্যন্ত কারো সাথে শেয়ার করিনি। কিন্তু আমি এখন স্বপ্ন দেখেছি ঘুম ভেঙেছে উঠিয়ে দেখি ঠিক ঐ ঘটনায় ঘটেছে। আর আপনি আমাদেরকে এত সুন্দর করে আপনার প্যারানরমাল গল্প 2 ভাগাভাগি করে নিয়েছে খুব দারুণ উপভোগ করলাম। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম এবং আন্তরিক অভিনন্দন।