RE: এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু || 10% beneficiaries @shy-fox
মানুষের জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আসোলে যুদ্ধক্ষেত্রে কেউ জয়ী হতে পারে। আরে জয় বিজয়ের মধ্য দিয়ে মানুষের জীবন। তবে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। শুধু সারাজীবন একটা ক্ষত সৃষ্টি করে দেয় এবং কি যে পিছু টান টা রেখে যায় সারা জীবন তার বিশ্বাস করা যায় না। যা সত্যি কল্পনার জগৎকে হার মানিয়ে দেয়। আসলে আপু আপনি হয়তো অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যারা কল্পনা করা যায় না এবং তার ব্যাখ্যা করা যায় না। অসম্পূর্ণ পরিত্যক্ত কিছু গল্পের মতো থাকে রায়। কিন্তু পুরোপুরি উইপোকা যেমন কাগজকে খেয়ে পেলে তার হৃদয়ের স্থানগুলো ক্ষত হতে হতে একসময় ছিড়ে যারে যায় সে প্রাণ। কিন্তু তাতেও খান্ত নয় রেখে যায় পিছুটান। অসাধারণ ছিল আপনার লেখাগুলো এবং অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু যা শোনার জন্য সত্যিই প্রস্তুত ছিলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটা বাস্তব গল্প উপহার দেওয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া কিছু মৃত্যুর কোন ব্যাখ্যা হয়না। কারণ সেই ব্যাথা প্রকাশ করার মত ভাষা হয়ত পৃথিবীর লেখকদের জানা নেই। শুধু প্রার্থনা করি বেচে থাকা মানুষগুলোর দুঃখ যেন লাঘব হয়।