বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আপনার এতো ব্যস্ততার মাঝেও এত কষ্ট করে যে আপনি মিষ্টির বক্স পাঠিয়েছেন এটা অনেক বড় একটি পাওয়া। বৃষ্টির কারণে আপনাকে অনেক বেগ পেতে হয়েছে এবং রেনডম ভাবে আপনি এ, বি, বি, সি ডি মার্কিন দিয়েছেন। তবে আপনার অজানা কোথায় কি আছে এবং প্রত্যেকে রিভিউ পোস্ট করার জন্য বলেছেন। তবে ভাইয়া ঠিকই বলেছেন হয়তো আপনার গিফট গুলো সামান্য কিন্তু এই সামান্য উপহার টাও অনেক বিশাল কিছু। কারণ উপহার পাওয়াটা ভাগ্যের বিষয়। দেখার অপেক্ষায় রইলাম রিভিউ পোস্ট গুলো কে কি পেয়েছে এবং তার অনুভূতি কেমন। আমাদের সাথে আপনার কষ্ট অর্জিত বর্ষ উপলক্ষে মিষ্টি বক্সগুলো বিজয়ীদের মধ্যে পাঠানোর জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।,