You are viewing a single comment's thread from:

RE: অনুগল্প "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন"

in আমার বাংলা ব্লগ4 years ago

দুই প্রান্তের ২ ভালোবাসার রাজরানী
সংসার নামের শিকল পরিহিত ছুটে যাওয়ার কোন সংখ্যা নেই
তবুও আছে হৃদয় উজাড় করা ভালোবাসা যেখানে কমতি ছিল না হৃদয়ের এতোটুকু আশা
দিন গেল রাত গেল গেল ২০টি বছর
ভালোবাসার অস্তিত্ব হারিয়ে গেল সাথে বিশ্বাস নামের পাঁজর
আখি দিয়ে অশ্রুধারা বয়ে যায় মাসের-পর-মাস
শেষ পরিণতি এটাই ছিল ভালোবাসার হয়েছে সর্বনাশ
স্বপ্নের শহর থেকে এসেছে রাজপুত্র হাতে তাহার ছোট্ট একটি খাম
অন্যায় আবদার অভিমানে চলে যাওয়া নিষ্পাপ ভালোবাসার প্রাণ
অশ্রু দিয়ে লেখা ছিল ভালোবাসা জার প্রমাণ।

দাদা ভালোবাসা এমন একটা জিনিস যা সত্যি মানুষকে পাগল করে দেয়। আর সেই ভালোবাসার অনুভূতি গুলো মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা বুঝা খুব মুশকিল। ভালোবাসা এক সময় মানুষকে উন্মাদ পাগল বানিয়ে দেয়। আপনি এত সুন্দর একটি অনু গল্প লিখেছেন সত্যি অসাধারন ছিল। পড়ে খুবই ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটি কবিতা উপহার স্বরূপ দিলাম। আর সেই কবিতা লিখা ছিল অন্তরে আমার দাদার নাম। ভালোবাসা অবিরাম দাদা।