You are viewing a single comment's thread from:

RE: অনুগল্প "ভালোবাসার ব্যর্থ প্রতিশ্রুতি"

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা কি গল্প উপহার দিচ্ছেন ২৫ বছর আগের ভালোবাসা আবার জাগিয়ে তুলেছেন। স্মৃতির পাতায় ধুলো জমা পড়ে গিয়েছে। তবুও কেন জানি গল্পটা একেবারেই সুস্পষ্ট করে দিয়েছে। ভালোবাসা এমন একটা জিনিস চাইলে জোর করে কেউ নিতে পারে না। আর চাইলেও ভাগাভাগি করা যায় না। অর্ক পরমিতা ভালোবাসা যেন আঁকড়ে ধরেছে। সকলকে কারো হারানোর ভয়ে কারনা পাওয়ার আশা কাউকে জেনেশুনে দূরে ঠেলে দেওয়া ত্রিভুজ প্রেম কাহিনী অসাধারণ ছিল। আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। ভালোবাসা অবিরাম দাদা।

Sort:  
 3 years ago 

বাব্বা, আপনার পুরোনো প্রেম ছিল নাকি এমনটা ? ২৫ বছর আগের ভালোবাসা ?? মানে তখন কতটুকু ছিলেন ? বাচ্চা বয়সের প্রেম ছিল, তাই না ?

 3 years ago 

15 16 ছিল দাদা, ওই প্রেম ভালোবাসা এইতো জীবনটাকে তছনছ করে দিলো দাদা। এখন চোখে শুধু সরিষার ফুল দেখি।