কিছু স্টিম পাওয়ার আপ || 10% for shy-fox

in আমার বাংলা ব্লগlast year

◾️ ২৭ ডিসেম্বর
▪️ মঙ্গলবার


আসসালামু-আলাইকুম বন্ধুগণ
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভাল আছি। প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে পোস্ট করতেছি। মূলত ভার্সিটির ফাইনাল ইয়ার চলতেছে আমার। প্রজেক্ট, প্রেজেন্টেশন, এক্সাম সব মিলিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। আর এ কারনেই এইদিকটাতে আপাতত এখন সময় দিতে পারতেছি না।

কয়েকবার মনে হয়েছে পাওয়ার ডাউন দিয়ে দেই। আবার পরক্ষনেই মনে হয়েছে এত দিনের পরিশ্রম সব এক ক্লিকেই শেষ করে দিব!!? ইচ্ছা ছিল ২ হাজার স্টিম এই ডিসেম্বর মাসের মধ্যে পাওয়ার আপ করবো। কিন্তু পরিস্থিতির কারনে তা আর হয়ে উঠলো না। আমার ইচ্ছে আছে ভার্সিটি শেষ করার পরে স্টেবল একটি জব এর পাশাপাশি এই ব্লগিং চালিয়ে যাওয়ার। সেই স্বপ্ন বুকে ধারণ করেই পাওয়ার ডাউন দেইনি।

হিরোইজমে আমার ৫০০ স্টিম ডেলিগেট করা আছে। সেখান থেকে প্রতি সপ্তাহে কিছু কিছু লিকুইড স্টিম জড়ো হয়ে সামান্য কিছু জমেছে। সেটিই আজ পাওয়ার আপ করে দিলাম। ইনশাল্লাহ স্বপ্ন একদিন পূরন হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে মিস করি। ফিরে আসবো আবার ইনশাল্লাহ।

cable-g60cc57781_1280.jpg

ফ্রি ইমেজ লিংক

আজকে আমি ১১.২০৩ স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।

এখন আমি আমার পাওয়ার আপ করার প্রসেস গুলো ধাপে ধাপে দেখাবো।
এখানে আমার লিকুইড স্টিম ছিল - ১১.২০৩
এখানে আমার স্টিম পাওয়ার ছিল - ১৪৫১.১৫২

1.PNG

এবার আমি পাওয়ার আপ করার জন্য প্রথমে আমার ওয়ালেটে এক্টীভ কী দিয়ে লগইন করে নিচ্ছি।

2.PNG


এবার আমি স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে সেখান থেকে পাওয়ার আপ অপশনটি বেছে নেব এবং সেখানে ক্লিক করবো। এবার আমরা এমাউন্টের ঘরে আমরা কত পরিমান স্টিম পাওয়ার আপ করবো তার পরিমান লিখে দিব। আমি যেহেতু ১১.২০৩ স্টিম পাওয়ার আপ করছি তাই সেখানে ১১.২০৩ লিখে দিব এবং পাওয়ার আপ এ ক্লিক করে দিব।

2.PNG

3.PNG


এবার ওকে তে ক্লিক করে দিব।

4.PNG


এবার একটিভ কী দিয়ে সাইন ইন করে নিব। আমার ১১.২০৩ স্টিম পাওয়ার আপ করা হয়ে গেছে। পাওয়ার আপ করার পরে আমার লিকুইড স্টিম দেখাচ্ছে এখন- ০.০০ এবং স্টিম পাওয়ার দেখাচ্ছে - ১৪৬২.৩৫৬

5.PNG


সবশেষে কনফার্ম হওয়ার জন্য আমরা হিস্টোরি চেক করে নিব।

6.PNG


আজ এ পর্যন্তই। সবার প্রতি একটাই আহ্বান থাকবে সবাই প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করুন। আমরা সকলেই জানি এই প্লাটফর্মে দীর্ঘ মেয়েদী কাজ করতে চাইলে পাওয়ার আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। ভোটিং ভ্যালু বাড়বে। নিজের একটি শক্ত অবস্থান তৈরী হবে। তাই সকলে বেশি বেশি পাওয়ার আপ করবেন। এতক্ষন ধরে যারা পোস্টটি পড়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 last year (edited)

পাওয়ার আপ করার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর পাওয়ার আপ আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।‌‌ আপনাকে আসলেই অনেক দিন পরে দেখলা, যাইহোক পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন আবার আমাদের মাঝে ফিরে এসেছেন ।

 last year 

১১ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন ভাইয়া। এই সিজনে আমরা অনেকেই পাওয়ার আপ করে কিছু দের টার্গেট পূরণ করতে পেরেছি। এরই মধ্য দিয়ে আপনি ১৪৬২ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।

 last year 

আপনার পাওয়ার আপের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।এভাবে আপনি পাওয়ার আপের মাধ্যমে নিজের লক্ষে খুব সহজেই পৌঁছে যাবেন ইনশাল্লাহ।স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরি।এভাবেই পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্ট শক্তিশালী করুন।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।ধন্যবাদ পাওয়ার আপের পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেকদিন পর আপনাকে আবার আমাদের মাঝে ফিরে পেলাম ভাইয়া। আপনাকে দেখে অনেক ভালো লাগলো। পাওয়ার আপ করা আমাদের সকলের প্রয়োজন নিজের শক্তি বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68609.44
ETH 3824.89
USDT 1.00
SBD 3.63