অরিগ্যামি || চারটি ভিন্ন কালারের মাছের অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ19 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে আসলে অনেক ধরনের জিনিস তৈরি করা যায়। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। যদিও প্রতি সপ্তাহে নতুন নতুন জিনিস তৈরি করতে অনেকটা ভাবতে হয় আমাকে। আমি আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই আমার সৃজনশীল কাজগুলো বিভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করে আসছি। রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা সৃজনশীল মূলক কাজের মধ্যে পড়ে । যাইহোক, আজকে আমি বিভিন্ন কালারের রঙ্গিন কাগজ দিয়ে তোমাদের সাথে মাছের অরিগ্যামি তৈরি করে শেয়ার করবো। এখানে আমি চারটি ভিন্ন কালারের মাছ তৈরি করেছি। রঙিন কাগজের তৈরি এমন ধরনের মাছগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। যেহেতু আমি চারটি ভিন্ন কালারের মাছ তৈরি করেছি , সেক্ষেত্রে আমার একটু বেশি সময় লেগে গেছে এই পোস্টটি প্রস্তুত করতে। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে আমার তৈরি মাছ গুলো দেখে নেওয়া যাক।

InShot_20240501_033342216.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●আঠা
●পেন্সিল
●কালো স্কেচ পেন
●কাঁচি
●স্কেল

InShot_20240501_051433217.jpg

🐠 প্রথম ধাপ 🐠

প্রথম ধাপে, একটি a4 সাইজের পেপার নিয়ে স্কেল ও পেন্সিলের সাহায্যে ১৪/১৪ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

InShot_20240501_034214149.jpgInShot_20240501_033748274.jpgInShot_20240501_033451128.jpg

🐠 দ্বিতীয় ধাপ 🐠

এই ধাপে কাগজটিকে চিত্রের মত করে ভাঁজ করে নিয়ে মাছের মাথা তৈরি করে নিলাম।

InShot_20240501_034036459.jpgInShot_20240501_034410288.jpgInShot_20240501_033415194.jpg
InShot_20240501_033914541.jpgInShot_20240501_033510034.jpgInShot_20240501_033433888.jpg

🐠 তৃতীয় ধাপ 🐠

এবার এই ধাপে, অন্য একটি কাগজ থেকে ৮/২০ সেমি দৈর্ঘ্য প্রস্থ মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপর সেই কাগজটিকে জিগজ্যাক করে ভাঁজ করে নিয়ে, আঠার সাহায্যে তার এক প্রান্ত জোড়া লাগিয়ে নিলাম । এভাবে মাছের লেজ তৈরি করে নিলাম।

20240430_072124.jpgInShot_20240501_033611240.jpg
InShot_20240501_034201116.jpgInShot_20240501_034300860.jpg

🐠 চতুর্থ ধাপ 🐠

এই ধাপে আঠার সাহায্যে মাছের মাথার সাথে লেজ জোড়া লাগিয়ে নিলাম।

InShot_20240501_033433888.jpgInShot_20240501_034138593.jpg

InShot_20240501_034109200.jpg

🐠 পঞ্চম ধাপ 🐠

এবার সাদা পেপারের উপরে স্কেচ পেনের সাহায্যে একটি চোখ বানিয়ে তা কাঁচির সাহায্য কেটে আঠা দিয়ে মাছের মাথার উপরে লাগিয়ে নিলাম। তারপর স্কেচ পেনের সাহায্যে মাছের গায়ে কিছু দাগ টেনে নিলাম।

InShot_20240501_034506136.jpgInShot_20240501_034053196.jpg
InShot_20240501_033824815.jpgInShot_20240501_033556140.jpg

InShot_20240501_033933918.jpg

🐠 ষষ্ঠ ধাপ 🐠

এই ধাপে, আরও তিনটি ভিন্ন কালারের পেপার নিয়ে উপরের প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আরও তিনটি ভিন্ন কালারের মাছ এর অরিগ্যামি তৈরি করে নিলাম।

InShot_20240501_033840906.jpgInShot_20240501_033531523.jpgInShot_20240501_033807803.jpg
InShot_20240501_033720162.jpgInShot_20240501_034233572.jpgInShot_20240501_034021075.jpg
InShot_20240501_034346841.jpgInShot_20240501_033949302.jpg
InShot_20240501_033859169.jpgInShot_20240501_033702830.jpg

InShot_20240501_045020841.jpg

🐠 সপ্তম ধাপ 🐠

এবার মাছ চারটিকে এক জায়গায় রেখে এই ফটোগ্রাফি দুটি করে নিলাম।

InShot_20240501_033342216.jpg

InShot_20240501_044946290.jpg


🐠পোস্ট বিবরণ 🐠

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা মাছের অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 19 days ago 

চারটি ভিন্ন কালারের মাছ তৈরি করার জন্য একটু বেশি সময় তো লাগবেই। তবে মাছগুলো দেখতে বেশ কিউট হয়েছে। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিসগুলো তৈরি করলে সেগুলো দেখতে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে আপনি এই ধরনের সৃজনশীল কাজগুলো করা শুরু করেছেন জেনে ভালো লাগলো। দারুন একটি উপস্থাপনা ছিল আপনার।

 19 days ago 

আমার শেয়ার করা এই মাছগুলো আপনার কাছে দেখতে কিউট লেগেছে, জেনে খুব ভালো লাগলো দিদি । প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

হ্যাঁ প্রতি সপ্তাহে যদি ভিন্ন ভিন্ন কিছু করতে যান সে ক্ষেত্রে সেই মূল বিষয়টি নিয়ে কিছু সময় ভাবতে হবে আসলে আপনি কি তৈরি করতে চাচ্ছেন। রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কালারের মাছের অরিগামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে দাদা। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 19 days ago 

আমার শেয়ার করা মাছের এই অরিগ্যামি গুলো আপনার কাছে চমৎকার লেগেছে, এটা জেনে খুব ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

চারটি ভিন্ন কালারের মাছের অরিগ্যামি শেয়ার করেছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ভিন্ন কালার গুলো খুব দারুন ভাবে সিলেক্ট করেছেন। মাছ তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 19 days ago 

চেষ্টা করেছি আপু, মাছের এই অরিগ্যামি গুলো করার ক্ষেত্রে দারুন ভাবে কালার গুলো সিলেক্ট করার জন্য। এইগুলো যে আপনার কাছে অসাধারণ লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম।

 19 days ago 

ভাই আপনার দক্ষতা ও সৃজনশীলতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কি দারুণ করে চারটি ভিন্ন কালারের মাছের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের সুন্দর এই মাছগুলো আমার কাছে খুব খুব ভালো লেগেছে। রঙিন কাগজ ব্যবহার করে ভিন্ন ভিন্ন রংয়ের চারটি মাছের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 19 days ago 

আমার তৈরি রঙিন কাগজের এই মাছগুলো আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই। যাইহোক, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে মাছের অরিগ্যামি তৈরি করেছেন। কিউটি মাছের অরিগ্যামি তৈরি করার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রত্যেকটা মাছের ভিন্ন ভিন্ন কালার অনেক সুন্দর হয়েছে। এরকম রঙিন কোন কিছু দেখলে একেবারেই মুগ্ধ হয়ে যাই। যে কেউ কিন্তু খুবই সহজে আপনার মাছের অরিগ্যামি গুলো তৈরি করতে পারবে উপস্থাপনা দেখে। আপনি সবসময় অনেক সুন্দর অরিগ্যামি তৈরি করেন। আপনার করা প্রত্যেকটা কাজ আমার কাছে দেখতে খুবই ভালো লাগে।

 19 days ago 

এত সুন্দর ভাবে আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি পড়ে।

 19 days ago 

আপনি রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কালারের মাছের অরিগ্যামি তৈরি করছেন। সত্যি বলতে মাছের অরিগ্যামি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এইরকম রঙিন কাগজের প্রতিটি জিনিস আমার কাছে একটু বেশি ভালো লাগে।যাইহোক আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 19 days ago 

আমার শেয়ার করা এই মাছের অরিগ্যামি গুলো যে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, এটা আমার জন্য আনন্দের বিষয় ভাই। প্রশংসা মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

মাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া।ছোট ছোট কিউট লাগছে।বানানোর প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো।

 19 days ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে শুধু চারটি ভিন্ন কালারের মাছ তৈরি করেননি বরং মাছ মাছগুলোও ভিন্ন ধরনের হয়েছে। মাছগুলো যেভাবে হা করে রয়েছে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবেন হা হা হা। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অরিগ্যামি শেয়ার করেন যা আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 19 days ago 

মাছগুলো যেভাবে হা করে রয়েছে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবেন হা হা হা।

না আপু, আপনাকে খেয়ে ফেলবে না, সব মাছগুলো এখন মরে গেছে। হেহেহে..🤭🤭😂😂

 19 days ago 

আপনিতো রঙিন পেপার দিয়ে খুব সুন্দর চারটি মাছের অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন পেপার দিয়ে কিছু বানারে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার মাছের অরিগ্যামি এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি চারটি মাছের অরিগ্যামি বানিয়েছেন এই কারণে অনেক সময় লেগেছে আপনার। তবে এই মাছগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন পেপার দিয়ে মাছের অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 19 days ago 

আমার শেয়ার করা এই মাছের অরিগ্যামি গুলো দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য সত্যিই আনন্দের বিষয় ভাই। এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

আরে বাহ চমৎকার তো। ভাইয়া আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে কয়েকটি মাছ তৈরি করেছেন। সত্যিই আপনার এই মাছ তৈরি করা দৃশ্যটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি অনেক ধৈর্য সহকারে কাগজ দিয়ে ভাবে মাছ তৈরি করলেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 19 days ago 

চেষ্টা করেছি ভাই, রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে কয়েকটি মাছ তৈরি করার জন্য। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66503.40
ETH 3078.67
USDT 1.00
SBD 3.70