তোমার শেয়ার করা কবিতা খুবই অসাধারণ হয়, দাদা। "ভীষণই অরাজনৈতিক" কবিতাটি তোমার অন্যান্য কবিতার মতোই অর্থবহ সুন্দর একটি কবিতা। প্রত্যেকটা কবিতা সম্পূর্ণভাবে একটি কবিতা থেকে অন্যটি ভিন্ন এবং বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা । তোমার কবিতার মধ্যে আমরা প্রতিদিন নতুনত্ব কিছু খুজে পাই সব সময়। খুবই ভালো লাগে পড়ে। অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি কবিতাগুলো পড়ে। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের সাথে সবসময় শেয়ার করার জন্য। আজকের কবিতার এই বিশেষ লাইনগুলো আমার মন ছুঁয়ে গেছে।
মানুষ হলুম আমরা, যারা গাড়ি ঘোড়ায় চড়ি ।
কী বলো পাগলের মতো ? ওরাও মানুষ ? ওদেরও খিদে আছে ?
আমি ভাবতুম নোংরা কুকুর, ডাস্টবিন ঘেঁটে বেঁচে থাকে ।
পাঁচটি বছর পরে যখন ভোটের সময় আসে,
তখন শুধুই মানুষ ওরা অন্য সময় পশু ।
Thank You for sharing Your insights...