You are viewing a single comment's thread from:

RE: ভারতের এক মহান শিল্পপতি -যিনি আমার আদর্শ ও সবচেয়ে বড় অনুপ্রেরণা।।১৪ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা, রতন টাটা স্যার সম্পর্কে আমি আগে থেকেই বিস্তারিত সব কিছু জানতাম । পুনরায় আর একবার সবকিছু পড়ে নিজের মধ্যে ভালো লাগছে। এই বর্তমান পৃথিবীর হাতেগোনা কয়েকজন মহৎ মানুষের মধ্যে তিনি অন্যতম। রতন টাটা স্যার দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। সবার উপরে মানুষ সত্য তিনি বারবার সেটি প্রমাণ করেছেন । তাঁহার সুবৃহৎ প্রতিষ্ঠানের লভ্যাংশের প্রায় ৬৬ শতাংশ বিভিন্ন সেবামূলক কাজে জন্য ব্যয় এটি ইতিহাসের সবথেকে বড় সেবামূলক কাজের মধ্যে একটি। রতন টাটা স্যার আমারও খুব প্রিয় একজন ব্যক্তিত্ব । সত্যি বলতে সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি প্রিয়।
সৃষ্টিকর্তার কাছে আমাদের এই সবার প্রিয় মহান ব্যক্তির জন্য দীর্ঘায়ু কামনা করি।