টিনটিন বাবুর জেদের কাছে সবাইকে হার মেনে নিতে হলো । টিনটিন বাবুর জেদের কারণে তোমাদের শপিং করা ঠিকই হলো না কিন্তু ভরপুর পেট ভরে খাওয়া দাওয়া ঠিকই হলো। শপিং তো পরেও করা যাবে আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক টিনটিন বাবুর জেদের পিছনে এই কারণটাই ছিল। "বারবিকিউ নেশনস" অনেকবার যাব যাব করে আর যাওয়া হয়নি আমার । যাই হোক দাদা অন্য আরেকদিন তোমাদের শপিংয়ের জন্য বের হতে হবে সেই দিন আগে থেকেই বারবিকিউ নেশনস বা কোন রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর শপিংয়ে যেও তাহলে আর প্ল্যান ভন্ড হয়ে যাবে না।