সমাজে দারিদ্রতা এতটা থাকত না আপু, যদি উঁচু তলার মানুষগুলো সাধারণ মানুষকে একটু সঠিক মূল্যায়ন করতো। আমাদের ভিতর আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কোন মন মানসিকতা নেই। আর এই কারণেই সমাজে এত বৈষম্যতা এবং ঝামেলা। তবে আমরা যদি সবাই একজোট হয়ে সমাজের মঙ্গলের জন্য এগিয়ে আসি, তাহলে হয়তো এই বৈষম্য ব্যাপারটা অনেকটাই কমানো সম্ভব।