ভিডিওগ্রাফি || ঠাকুর দর্শন

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

20240211_103250.jpg

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। তোমরা সবাই জানে যে, এখন আমি নিয়মিত ভাবে তোমাদের সাথে বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি শেয়ার করে থাকি। অনেক আগে তোমাদের সাথে তেমন একটা ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করা হতো না। তবে এখন প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে ভিডিওগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমি, দাদা,মা এবং মায়ের এক বান্ধবী একসাথে নবদ্বীপে ঘোরাঘুরির জন্য গেছিলাম। এখানে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। ঘোরাঘুরির একটা দিন আমরা ঠাকুর দর্শনের জন্য একটি মন্দিরে যাই। যদিও এই মন্দিরটি নাম আমার এখন মনে নেই। কারণ এখানকার মন্দির গুলোর নাম অনেকটাই জটিল ছিল যা মনে রাখা আমার জন্য অনেকটা মুশকিল ছিল।

20240211_103257.jpg

20240211_103231.jpg

যাইহোক, সেই মন্দিরের মধ্যে গিয়ে সুন্দরভাবে ঠাকুর দর্শনের সুযোগ হয় আমাদের। ঠাকুর দর্শন করতে করতে আমি সেখানে একটি ভিডিওগ্রাফি করেছিলাম যা আজকের পোস্টে তোমরা দেখতে পাবে। নবদ্বীপে সব কিছু কৃষ্ণ কেন্দ্রীক, এই জন্যই এখানে কৃষ্ণ রিলেটেড সবকিছুই দেখার সুযোগ হয়েছিল। বাল্যকালের কৃষ্ণ, কৃষ্ণ লীলা ইত্যাদি অনেক কিছুই এই মন্দিরের মধ্যে গিয়ে দেখতে পেয়েছিলাম। এইখানে গিয়ে আমাদের সত্যিই অনেক ভালো লেগেছিল, মনটা শান্তিতে ভরে উঠেছিল এই জায়গাটাতে গিয়ে। আমার মাও অনেক খুশি হয়েছিল, এইখানে ঠাকুর দর্শন করার সুযোগটা পেয়ে। আমি চেষ্টা করেছিলাম ওই জায়গা থেকে ভিডিওগ্রাফিটি যথেষ্ট সুন্দরভাবে করার জন্য। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওগ্রাফিটি নিচে দেখে নেয়া যাক।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশননবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ঠাকুর দর্শনের এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

সবাইকে নিয়ে নবদ্বীপ ঘোরাঘুরি করতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেশ সুন্দর একটি ভিডিওগ্রাফি ধারণ করেছেন দেখে বেশ খুশি হলাম দাদা। নবদ্দীপ না গিয়েও নবদ্বীপ দেখা হয়ে গেল আমার। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমার শেয়ার করা এই ভিডিওটা আপনার কাছে বেশ সুন্দর লেগেছে, জেনে খুশি হলাম ভাই।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনার ভিডিওর মাধ্যমে বেশ অনেক কিছু দেখার সুযোগ হলো ভাই। আর পাশাপাশি অজানা অনেক কিছু জানতে পারলাম আপনাদের এই দর্শন সম্পর্কে। আমি এমনিতেই ভালবাসি অজানা বিষয়ে ধারণা নিতে। ঠিক তেমনি ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট। কারণ এখানে বেশ অনেক কিছু জানতে পেরেছি।

 2 months ago 

আপনি অজানা বিষয়ে ধারণা নিতে অনেক ভালোবাসেন, জেনে ভালো লাগলো ভাই। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্রাফিতে বিভিন্ন প্রকারের মূর্তি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এবং উক্ত মূর্তি গুলো দেখতে অনেক মানুষ এসেছে। অনেক সুন্দর একটি ঠাকুর দর্শনের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago (edited)

আমার শেয়ার করা ভিডিওগ্রাফি টি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, জেনে অনেক খুশি হলাম। হ্যাঁ ভাই, এই ঠাকুরের মূর্তি গুলো দেখতে অনেক মানুষ এসেছিল সেদিন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

কিছু দিন আগে একটি পোষ্ট পরেছিলাম নবদ্বীপের নিয়ে ৷ আর আজকের পোষ্টে সেই নবদ্বীপের কৃষ্ণের বাল্য কালের লীলা ৷ বলতে গেলে অনেক সুন্দর একটি ভিডিও উপভোক করলাম ৷ সত্যি অনেক সুন্দর ছিল৫ ভিডিওগ্রাফি টি ৷ অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা ৷

 2 months ago 

কিছুদিন আগেও নবদ্বীপ রিলেটেড একটি পোস্ট শেয়ার করেছিলাম ভাই। যাইহোক, আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার এই মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 60732.86
ETH 2906.70
USDT 1.00
SBD 3.57