কেন দূরে থাকো শুধু আড়াল রাখো 🎶❤️

in আমার বাংলা ব্লগ3 months ago

নমষ্কার,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও চলছি বেশ। প্রায় চার দিন একটানা ছুটি কাটালাম। কাল থেকে আবার ব্যস্ত জীবন শুরু। যদিও বাড়তি এই দুই দিনের ছুটিটা ভাগ্যক্রমে মিলে গেছে। যাই হোক ঘরে শুয়ে বসে থাকতে থাকতে শেষ দুই দিনে একদম বিরক্ত লেগে গিয়েছিল। নিজের কাজ গুলোও ঠিক মত করতে ইচ্ছে করছিল না। অলস মস্তিস্ক আসলেই কোন কাজের না একদমই।

গতকাল রাত বারোটা পনেরো মিনিট হবে হয়তো। আমি শুয়ে শুয়ে নাটক দেখছিলাম। এমন সময় হঠাৎ করেই রাজিব বলছে এসে, দাদা চলেন কিছুক্ষণ গান বাজনা করি। আমিও আর না করলাম না। সাথে সাথে উঠে গেলাম। তারপর প্রায় ঘণ্টা খানেক রাতে গান করলাম এক সাথে। মাঝ রাতের এমন ব্যাচেলর লাইফ জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় আমার কাছে। যতোটা পারি উপভোগ করেছি তাই পুরো সময়টা।

গতকাল রাতে যে গান গুলো করেছি সেখান থেকে ছোট্ট একটা ভিডিও আজ সবার সাথে শেয়ার করে নিচ্ছি। গানের কথা : কেন দূরে থাকো, গান প্রিয় প্রতিটি মানুষের অসম্ভব পছন্দের একটা গান। গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কালজয়ী গানগুলোর একটা। পরবর্তিতে অবশ্য শ্রীকান্ত আচার্য্যও অসম্ভব সুন্দর করে গেয়েছেন। আমরা দুজন গানটার কিছু অংশ গাওয়ার চেষ্টা করেছি শুধু মাত্র। আশা করি আপনাদের মন্দ লাগবে না। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আশা করছি।

Sort:  
 3 months ago 

যাক তাহলে রাজিব ভাইয়ের কারণে আমরা এই গানটি শুনতে পেলাম। আপনার গান বরাবরই খুব চমৎকার লাগে আমার। তবে যখন গান করেন না তখন খুব বেশি মিস করি। আশা করব প্রতি সপ্তাহে অনেকগুলো গান শেয়ার করবেন আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন।

 3 months ago 

সত্যি বলতে এখন সে রকম আর সময় সুযোগ হয়ে ওঠে না ভাই। তাই আর আগের মতো গান করা হয় না। তবে মাঝে মাঝে এমন গাইতে পারলে সত্যিই অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

দাদা নমস্কার , প্রায় অনেকদিন পর আজকে আপনার পোষ্ট দেখলাম ৷ আসলে ব্যস্ততা মনে হয় এমনি যা হোক রাতের আধারে বেশ জমিয়ে গানের আড্ডা করেছেন ৷ আর গানটি বেশ সুন্দর ছিল ৷ ঠিক বলেছেন দাদা ব্যাচেলর লাইফ জীবনের শ্রেষ্ঠ জীবন এগুলোই ৷ যা হোক অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গানের কভার শেয়ার করার জন্য ৷ সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল অবিরাম ৷

 3 months ago 

ভালো লাগলো এমন চমৎকার একটা মন্তব্য পেয়ে। ভালো থাকবেন ভাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি খালি গলায় খুব সুন্দর করে গানটা উপস্থাপন করেছেন আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাইয়ের গিটার বাজানো টা আমার কাছে খুব ভালো লেগেছে দুজনে মিলে খুব প্রফেশনাল ভাবে গানটি উপস্থাপন করেছেন আপনি।

 3 months ago 

রাজিব সব সময়ই খুব সুন্দর গিটার বাজায়। তাই গান গাইতে আরো বেশি মজা পাওয়া যায়। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অলসতা এমন একটা পরিস্থিতিতে নিয়ে যায় । শুধু শুয়ে থেকে অলসতা ছাড়া আর কোন কাজের প্রতি রুচি আসে না। যেমনটা আপনার সাথে হয়েছে। এভাবে শুয়ে বসে কাটালে বোরিং ফিল হয় যেমনটা আপনার হয়েছে । যাইহোক, মধ্যরাতে গান করেছেন কিছুটা হলেও খারাপ মুহূর্ত দূর হয়ে গিয়েছে। অনেক ভালো লাগলো গানটি শুনে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অলস মস্তিস্ক আসলেই খুব বাজে একটা প্রভাব ফেলে আমাদের জীবন যাপনে। তবে সেদিন কিছুটা হলেও ভালো লাগা কাজ করেছিল নিজের ভেতর। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

মাঝে মাঝে অলস থাকতে থাকতে নিজের মধ্যেই খারাপ লাগা কাজ করে। যাইহোক রাতের বেলা নাটক দেখতে দেখতে হঠাৎ করেই রাজীব ভাইয়ের সঙ্গে গানের আড্ডায় মেতে উঠেছিলেন জেনে ভালো লাগলো। যেই গানটা কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই গানটা আমার অনেক বেশি পছন্দের আমি মাঝে মাঝেই এই গানটা শুনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

এই গানটার মধ্যে দারুন একটা ব্যাপার আছে ভাই। সব সময় শুনতে ভালো লাগা কাজ করে তাই জন্য। অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

মাঝরাতে তাহলে আপনারা বেশ ভালোই গানের আড্ডা জমিয়েছিলেন প্রায় এক ঘন্টা পর্যন্ত। রাজীব ভাইয়া বলার কারনে আপনিও আর না করেননি, আর উঠে পড়েছিলেন সাথে সাথে। এবং কি অনেক সুন্দর গান করেছেন। একটা গানের কভার আজকে সবার মাঝে শেয়ার করেছেন দেখে সত্যি খুব ভালো লেগেছে। পুরোটা শুনতে সত্যি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম গান গুলো শুনতে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। আর আপনার কন্ঠে গানগুলো শোনার জন্য অপেক্ষায় থাকি। কারণ আপনি অনেক সুন্দর গান করে থাকেন।

 3 months ago 

আমার গানের পোস্ট গুলোতে আপনার মন্তব্য সব সময় আমাকে অনুপ্রাণিত করে আপু। এভাবেই পাশে থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

মাঝরাতে গানের আড্ডা বেশ ভালোই জমিয়েছেন দেখছি। মাঝরাতে উঠে দুজনে মিলে অনেক সুন্দর সুন্দর গান করেছিলেন। আর এত সুন্দর একটা গানের কভার শেয়ার করেছেন সবার মাঝে, এটা দেখে তো অনেক ভালো লাগলো। ১২:১৫ মিনিটের সময় আপনারা গান বাজনা করা শুরু করেছিলেন প্রায় মাঝ রাত পর্যন্ত। সময়টা ভীষণ ভালোভাবে উপভোগ করেছিলেন, যেটা আপনার পুরো পোস্ট পড়ে এবং গানটা শুনেই বুঝতে পারলাম। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গানগুলোর কভার আপনি সবার মাঝে ভাগ করে নিবেন।

 3 months ago 

চেষ্টা করব ভাই আবার কোন একদিন এভাবে গানের আড্ডার একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

মাঝরাতে ভালই গানের আড্ডা জমে আছেন ভাইয়া অনেকদিন পর আপনার গান শুনে সত্যিই খুব ভালো লাগলো। দুজনে মিলে খুব সুন্দর করে গানটি গেয়েছেন। আপনাদের গানের আড্ডার এই সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার গানগুলো বরাবরই শুনতে খুব ভাল লাগে।

 3 months ago 

আপনিও কিন্তু খুব চমৎকার গান করেন আপু। আপনার এমন মন্তব্য আমাকে সত্যিই অনেক অনুপ্রাণিত করলো। ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56