You are viewing a single comment's thread from:

RE: ছোটগল্প "মানুষ"

in আমার বাংলা ব্লগ4 years ago

এত চমৎকার ভাবে পুরো দৃশ্যপট সাজিয়েছেন দাদা। চোখের সামনে যেন ভেসে উঠছিল যখন গল্পটা পড়ছিলাম। সবশেষ আপনার সাথে আমিও একমত। অনুতাপ এর চেয়ে বড় শাস্তি এই পৃথিবীতে সত্যিই আর নেই। ক্ষমা করাটাও মহৎ গুণ। বীরেশ্বর দেরিতে হলেও যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করে ক্ষমা চেয়েছে এবং অনুতপ্ত হয়েছে এর চেয়ে বড় আর কি হতে পারে। আবার ক্ষমা করতে পারাটাও অনেক বড় একটা গুণ বলে আমি মনে করি। রহিম শেখ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।