মানুষ নাকি ? ওরা তো পশু, কারণ ওরা বস্তিতে থাকে,
মানুষ হলুম আমরা, যারা গাড়ি ঘোড়ায় চড়ি ।
কী বলো পাগলের মতো ? ওরাও মানুষ ? ওদেরও খিদে আছে ?
আমি ভাবতুম নোংরা কুকুর, ডাস্টবিন ঘেঁটে বেঁচে থাকে ।
পাঁচটি বছর পরে যখন ভোটের সময় আসে,
তখন শুধুই মানুষ ওরা অন্য সময় পশু ।
কবিতার লিখা লাইনগুলো বাস্তব। বস্তিতে থাকা মানুষকে আমাদের সমাজের অনেকেই মানুষ বলে গন্য করে না।
কিন্তু যখন ভোটের সময় আসে তাদের মূল্য বেড়ে যায় অন্যান্য সময় তাদের দিকে ফিরেও তাকায় না তারা।
আর এইটাই হলো আমাদের সমাজের বাস্তবতা।