😜কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি😜১০% লাজুক খ্যাঁকের জন্য।
❤️আসসালামু আলাইকুম❤️
হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।

আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি ইউনিক পোস্ট শেয়ার করব। কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা রেসিপি। আমরা সকলেই কাঁচা আম খেতে পছন্দ করি। আর তার মধ্যে যদি কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা করা হয় তাহলে সেটা খেতে বেশি সুস্বাদু হয়। তাই আজ আমি এই রেসিপিটা পোস্ট করব।কিভাবে কাঁচা আম কাসুন্দি দিয়ে ভর্তা বানানো হয়।
উপকরণ গুলোঃ
১/কাঁচা আম।
২/বীট লবণ।
৩/শুকনো মরিচ।
৪/কাসুন্দি।
৫/একটি ভুজুরি করার ম্যশিন।
🦊 প্রস্তুত প্রণালী🦊

এবার আমগুলো ভালোভাবে ছিলিয়ে নিবো।

ছিলানো আম গুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিবো।

এভাবে আমি সবগুলো আম ম্যশিন দিয়ে ভুজুরি করে নিলাম।

এবার আমি চারটা শুকনো মরিচ নিলাম। আপনারা আপনাদের মতো করে পরিমাণ মতো নিতে পারেন। পরিমাণমতো বীট লবণ দিয়ে মরিচ গুলো গুড়ো করে নিলাম।

সব শেষে এবার আমি পরিমাণ মতো কাসুন্দি টা দিয়ে দিবো

হাত দিয়ে আন গুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের পোস্ট কাঁচা আম ভর্তা রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আম ভর্তার রেসিপিটা ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম আগামী দিন নতুন আইডি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।




আমি আম মাখা দেখেছি কিন্তু কখনো ভর্তা দেখিনি। কাসুন্দি দিয়ে আপনি খুব সুন্দর একটি আম ভর্তা করেছেন। আশা করছি আপনার কথাবার্তা অনেক স্বাদ হয়েছে খেতে অনেক মজা লাগবে। এত সুন্দর একটি আমের রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছিনা। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই একদিন তৈরি করে খেয়ে দেখব। আপনার জন্য শুভকামনা রইল।
কাসুন্দি দিয়ে আম ভর্তা হোক বা আম কেটে মাখানো হোক উভয় রেসিপি গুলো অনেক মজাদার হয়। মূলত কাসুন্দির জন্যই রেসিপির টেস্ট বৃদ্ধি পায়। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰
কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে খুবই মজা লাগে। গতকাল এরকম কাসুন্দি দিয়ে আম ভর্তা খেয়েছি। রেসিপির উপস্থাপনা সুন্দর ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
কাসুন্দি ছাড়া আমার কাছে আম ভর্তা খুব একটা ভালো লাগে না। আম ভর্তায় কাসুন্দি ব্যবহার করলে আম ভর্তার স্বাদ যেন আরো অনেক গুণে বেড়ে যায়। আপনার করা আম ভর্তা গুলো দেখে আমার বেশ লোভ যাচ্ছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কাসুন্দি দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে আম ভর্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই আম ভর্তা রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ছিল। কাসুন্দি দিয়ে এরকম আম ভর্তা খেতে খুবই ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কাসুন্দি দিয়ে আপনি অসাধারণ ভাবে আম ভর্তা করেছেন। আপনার আম ভর্তা টা দেখে মনে হচ্ছে এটি অনেক লোভনীয় হয়েছে। টেস্টিকর মুখরোচক একটি খাবার বানিয়েছেন আপনি। প্রতিটা ধাপ অসাধারণ ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কয়েকদিন ধরে আম মাখা বা আম ভর্তার রেসিপি কমিউনিটি তে বেশি দেখছি। আসলে আমের সময় তো এটা সেজন্য এই অবস্থা। আম ভর্তা দেখেই জিভে পানি চলে আসছে। সুন্দর ছিল পোস্ট টা।
কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। আম ভর্তার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আপনি অনেক সুন্দর ভাবে আম ভর্তার রেসিপি উপস্থাপন করেছেন। মজার ও লোভনীয় একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে দারুন লাগে ।এখন পর্যন্ত খাওয়া হয়নি। আপনার খাবার এবং আম ভর্তার রেসিপি দেখে তো খাওয়ার ইচ্ছে জাগলো। দেখি আবার চেষ্টা করব।